বাংলা হান্ট ডেস্ক : ভোটের প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে কুরুচিকর আক্রমণ করে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর এবার সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন অমিত মালব্য (Amit Malviya)। একই সাথে তীব্র প্রতিবাদ করেছে ভারতের জাতীয় মহিলা কমিশনও। বুধবার পশ্চিমবঙ্গের ডিজিপির দরবারে চিঠি অবধি পাঠানো হয়েছে বলে খবর। অভিষেকের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতেই এই চিঠি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার মালদহ দক্ষিণে প্রচারে গেছিলেন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঐ একই কেন্দ্রে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। এলাকায় যার পরিচয় ‘নির্ভয়া দিদি’ (Nirbhaya Didi)। গোটা নির্বাচনী প্রচারে নিজেকে ‘নির্ভয়া দিদি’ নামেই পরিচয় দিয়েছেন তিনি। গত মঙ্গলবার সেই শ্রীরূপাকে বেনজির কটাক্ষ করে ফেললেন তিনি।
যদিও ভারতীয় রাজনীতিতে এই প্রথম নয় যেখানে বিরোধীদলীয় নেতা বা নেত্রীকে কটাক্ষ করা হচ্ছে। কার্যত সেই ধারা বজায় রেখেই অভিষেক বলেন, ‘আজ বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছেন ৷ গাড়ি নিয়ে ঘুরছেন। আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছেন ৷ আপনি নির্ভয়া নন, আপনি নির্মম৷ আপনি বেহায়া। আপনি নিরুদ্দেশ৷ আপনি ব্যর্থ৷ আপনি মানুষকে বঞ্চিত-লাঞ্ছিত-অত্যাচারিত করে রাখা দলের প্রতিনিধি৷ মানুষ আপনাকে ভোট দেবে না৷’
আরও পড়ুন : সেমিফাইনালে হারলেও রয়েছে সুযোগ, এই একটা অঙ্কেই ISL ফাইনালে খেলতে পারবে মোহনবাগান
যদিও অভিষেক তার মন্তব্যে কোথাও শ্রীরূপার নাম নেননি। তবে তার ‘নির্ভয়া’ সম্বোধনটি থেকেই পরিস্কার যে তিনি কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন। তারপরেই ক্ষোভে ফেঁটে পড়েছেন অমিত মালব্য। এইদিন তিনি টুইট করে বলেন, ‘আমরা আমাদের বিধায়ক এবং মালদা দক্ষিণ প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা দুর্ব্যবহার এবং দুঃখজনক মন্তব্যের তীব্র নিন্দা জানাই। একজন মহিলাকে “বেহায়া” বলা তার নিজেরই ক্লাস এবং লালন-পালনের পরিচয় দেয়।’
আরও পড়ুন : আহারে উন্নয়ন! ৭ বছর ধরে চলছিল নির্মাণকাজ, একটু হাওয়া দিতেই ভেঙে পড়ল আস্ত ব্রিজ
We strongly condemn the misogynist and deplorable comments made by Abhishek Banerjee against our MLA and Malda Dakshin Candidate Sreerupa Mitra Chaudhury.
Calling a woman "বেহায়া" (utterly shameless) shows his class and upbringing.
Also TMC and Abhisekh Banerjee (the foul… https://t.co/F26ru0eLrm pic.twitter.com/RBnIwEBeJ8
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) April 24, 2024
তিনি আরও লেখেন, ‘এছাড়াও টিএমসি এবং অভিষেক ব্যানার্জী এবং শেখ শাহজাহানের মতো ধর্ষকদের রক্ষাকারী এবং অনুব্রত মণ্ডলের মতো গুন্ডারা হয়তো জানেন না যে তার নামের সাথে নির্ভয় শব্দটি যুক্ত হয়েছে কারণ মালদায় নির্ভয়া গ্রাম তৈরি হয়েছিল। যেখানে তিনি ধর্ষণ ও পাচার হওয়া থেকে রক্ষা করেছেন। কোনো রাজনৈতিক সাহায্য ছাড়াই তিনি এটি করেছেন। এমন এক মহিলাকে ব্যঙ্গ করা টিএমসির জন্য লজ্জাজনক।’