কঞ্চি দিয়ে বেধড়ক মার! যুগলকে রাস্তায় ফেলে পেটাচ্ছেন TMC নেতা, ভিডিও শেয়ার করে বিস্ফোরক মালব্য

   

বাংলা হান্ট ডেস্কঃ রাস্তায় পড়ে আছেন একজন তরুণী। কঞ্চি দিয়ে তাঁকে ক্রমাগত মেরে চলেছেন একজন পুরুষ। কিছুক্ষণ পর দেখা যায়, চুলের মুঠি ধরে সেই তরুণীকে নিয়ে আসা হচ্ছে। এরপর ধাক্কা দিয়ে তাঁকে মাটিতে ফেলে ফের শুরু হয় মারধর। কিছুক্ষণ পর দেখা যায় একজন তরুণও তাঁর পাশে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট) রবিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করে তৃণমূলকে (Trinamool Congress) তোপ দাগেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। একইসঙ্গে সরব হয়েছেন বাম নেতা মহম্মদ সেলিমও।

নিজের এক্স হ্যান্ডেলে ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে অমিত লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে থাকা বাংলার নোংরা রূপ। ভিডিওয় একজন মহিলাকে অমানবিকভাবে মারধর করতে দেখা যাচ্ছে যে পুরুষটিকে তাঁর নাম তাজেমুল (এলাকায় সে জেসিবি নামে পরিচিত)। দ্রুত ‘ইনসাফ’ সভার জন্য সে পরিচিত এবং চোপড়ার স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ’।


অমিতের দাবি, প্রত্যেক গ্রামেই সন্দেশখালি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নারীদের জন্য ‘অভিশাপ’ও বলেছেন তিনি। BJP নেতার প্রশ্ন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কি এর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন নাকি শেখ শাহজাহানের মতো এনাকেও আড়াল করবেন?’

আরও পড়ুনঃ কাজে ঢিলেমি দিলেই ‘ছাঁটাই’! সরকারি কর্মীদের চরম ‘হুঁশিয়ারি’, কড়া নির্দেশিকা জারি করল সরকার

অন্যদিকে সিপিএম রাজ্য সম্পাদক সেলিম নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সালিশি সভাও নয়। অপরাধের বিচার ও শাস্তি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন পোষা গুণ্ডা। যে জেসিবি নামে পরিচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে চোপড়ায় এভাবে বিচারব্যবস্থাকে দুরমুশ করা হচ্ছে’। সেলিমের পাশাপাশি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও এই ভিডিও শেয়ার করে রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছেন।

উল্লেখ্য, চোপড়া উত্তর দিনাজপুর জেলার অংশ হলেও ভিন্ন পুলিশ জেলা ইসলামপুরের অংশ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে সেখানকার পুলিশ সুপার জবি থমাস কে-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিডিওটি দেখেছেন। প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছেন দু’দিন আগে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দু’দিন আগে এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই এই নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছেন তাঁরা। যাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, তাঁদের বিরুদ্ধে পুলিশ খোঁজ চালাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

amit malviya bjp

এই বিষয়ে সিপিএমের জেলা সম্পাদক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী আনোয়ার উল হোক বলেন, ‘যতদূর জানি, যে মহিলাকে মাটিতে ফেলে মারধর করতে দেখা যাচ্ছে তিনি আদতে বিবাহিত। তবে একজন ব্যক্তির সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। এরপর ফিরে আসলে দু’জনের কাছ থেকে ১০,০০০ টাকা চাওয়া হয়। বলা হয়, সেই টাকা না দিয়ে এলাকায় থাকতে দেওয়া হবে না। সেই টাকা না দেওয়ায় শুরু হয় অত্যাচার’। অন্যদিকে স্থানীয় বিধায়ক হামিদুল মেনে নিয়েছেন, ভিডিওতে যে ব্যক্তিকে মারধর করতে দেখা যাচ্ছে সেই তাজেমুল তৃণমূলের হয়ে কাজ করে। পাশাপাশি এও বলেন, ওই তরুণী পুলিশে অভিযোগ করলে অবশ্যই তাজেমুলকে গ্রেফতার করা হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর