বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশ পরিস্থিতির আবহে অবৈধ অনুপ্রবেশ (Illegal Infiltration) নিয়ে সরগরম বাংলা। সম্প্রতি মালদার শুকদেবপুর অঞ্চলে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবার সেই ঘটনার সূত্রেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) আক্রমণ শানালেন বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)। ফিরহাদকে নিজের উদ্দেশ্য পরিষ্কার করতে হবে, স্পষ্ট জানালেন তিনি।
ফিরহাদকে কড়া আক্রমণ অমিতের (Amit Malviya)!
শুক্রবার বিকেলে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন বিজেপি নেতা। দু’টি ভিডিও শেয়ার করে দীর্ঘ একটি ক্যাপশন লেখেন তিনি। সেখানেই ছত্রে ছত্রে ফিরহাদকে আক্রমণ করেছেন অমিত। ফিরহাদ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলছেন নাকি নিজের ইচ্ছায় মন্তব্য করছেন? প্রশ্ন করেন তিনি।
Recently, in Sukdevpur, near the India-Bangladesh border in the Baisnabnagar Gram Panchayat area of Kaliachak III Block, Malda District, local residents, along with the Border Security Force (BSF), successfully prevented an infiltration attempt. During the incident, the crowd… pic.twitter.com/hewlg11fcm
— Amit Malviya (@amitmalviya) January 10, 2025
অমিত (Amit Malviya) লেখেন, ‘সম্প্রতি মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের বৈষ্ণবনগর গ্রাম পঞ্চায়েতের শুকদেবপুর অঞ্চলে ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা পণ্ড করেছে বিএসএফ এবং স্থানীয় বাসিন্দারা। সেই সময় জনতার মুখে ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দেমাতরম’ এবং ‘জয় শ্রী রাম’এর মতো স্লোগান শোনা যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, যিনি দাওয়াত-এ-ইসলামের পরিচিত প্রবক্তা এবং ‘ইসলামিক ভারতে’র সমর্থক, তিনি এই স্লোগানগুলিকে উস্কানিমূলক ও উত্তেজক বলে সমালোচনা করেছেন’।
আরও পড়ুনঃ ফের হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ! বড় নির্দেশ দিয়ে দিলেন ‘ক্ষুব্ধ’ বিচারপতি! কোন মামলায়?
বিজেপি (BJP) নেতা আরও লেখেন, ‘ফিরহাদ হাকিমকে নিজের উদ্দেশ্য পরিষ্কার করতে হবে। তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলছেন নাকি নিজের ইচ্ছায় মন্তব্য করছেন? বাঙালি হিন্দুদের স্বার্থ উপেক্ষা করে ওনার কথা এবং কাজ অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষে’।
সবশেষে অমিত (Amit Malviya) লেখেন, ‘অতীতে উনি (ফিরহাদ) কলকাতার বেশ কিছু এলাকাকে ‘মিনি পাকিস্তান’ বলে সম্বোধন করেছেন। এর ফলে ওনার রাজনৈতিক উদ্দেশ্য এবং বাঙালি হিন্দুদের নিরাপত্তা ও মঙ্গলের ওপর তার প্রভাব নিয়ে চিন্তার জন্ম দেয়। পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষতার জন্য তৃণমূল কংগ্রেস বিপজ্জনক’।