বাংলা হান্ট ডেস্কঃ বুধবার তৃণমূল আমলের সকল ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছে কলকাতা হাই কোর্ট। আদালতের এই রায়ের ফলে এক ধাক্কায় প্রায় ৫ লক্ষ শংসাপত্র বাতিল হয়ে গিয়েছে। নির্দিষ্টভাবে তৃণমূল জমানার নাম না নিলেও গতকাল হাই কোর্ট জানায়, ২০১০ সালের পর থেকে জারি হওয়া সকল ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। এদিকে তৃণমূল ক্ষমতায় এসেছে ২০১১ সালে। অর্থাৎ মূলত তৃণমূল জমানাতে ইস্যু হওয়া শংসাপত্রের ওপরেই আদালতের এই নির্দেশ কার্যকর হতে চলেছে। এবার এই নিয়ে সুর চড়ালেন বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)।
গতকাল হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) বাতিলের এই রায় ঘোষণা করেছেন। ২০১২ সালে হওয়া একটি মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে উচ্চ আদালত। এবার তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তুমুল আক্রমণ শানালেন অমিত।
This is the most castigating section in the Calcutta High Court’s judgment that lays bare anti-OBC actions of Mamata Banerjee. Her decision to provide religion based reservation to Muslims under the OBC sub-quota is illegal and unconstitutional. She must be called out for being… pic.twitter.com/FZIim2B7f0
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 23, 2024
বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন বিজেপি নেতা। সেখানে তিনি হাই কোর্টের রায়ের কথা উল্লেখ করে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের যে ধর্মভিত্তিক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন তা অবৈধ এবং অসাংবিধানিক। তৃণমূল নেত্রীর এহেন ‘SC/ST, OBC বিরোধী’ এমন কার্যকলাপ নিয়ে সরব হওয়া উচিত বলেও মন্তব্য করেন গেরুয়া শিবিরের এই দাপুটে।
আরও পড়ুনঃ ২৪ এই ছক্কা হাঁকাবে BJP, এবার কত পার? ভোটের মাঝেই পিকের ‘ভয়ঙ্কর’ দাবিতে ঘুম উড়ল মমতার
দীর্ঘ পোস্টের শেষে ‘ইন্ডিয়া’ জোটকেও একহাত নিয়েছেন অমিত। বিজেপি নেতা লিখেছেন, ‘ধর্মভিত্তিক সংরক্ষণের মাধ্যমে ইন্ডিয়া জোট আমাদের সংবিধান এবং আমাদের দেশকে ধ্বংস করে দেবে’। এর ফলে ভারতের জনবিন্যাসে আমূল পরিবর্তন আসবে বলেও দাবি করেন তিনি। যেনতেন প্রকারেণ এই জোটকে রুখতে হবে বলে লেখেন অমিত।
এদিকে গতকাল রায় ঘোষণার সময় হাই কোর্টের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে, বাতিল হওয়া শংসাপত্রগুলি এবার থেকে আর চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। তবে ওই শংসাপত্রগুলি ব্যবহার করে যারা ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন কিংবা চাকরি প্রক্রিয়ায় রয়েছেন তাঁদের চিন্তা করতে হবে না, কারণ তাঁদের ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না।