চিটিং করে কোহলিকে আউট করেছেন অমিত মিশ্র! ভাইরাল ভিডিও দেখিয়ে মারাত্মক অভিযোগ RCB ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ অসাধারণ ব্যাটিং করতে থাকা বিরাট কোহলিকে (Virat Kohli) আউট করেছিলেন অভিজ্ঞ ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র (Amit Mishra)। আউট হওয়ার আগে বেশ দাপটের সঙ্গে ব্যাটিং করছিলেন বিরাট। কিন্তু অমিত মিশ্র ক্রমাগত তার কাজটা কঠিন করে তোলার চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু বিরাট ভক্তরা এবার অভিজ্ঞ লেগ স্পিনারের বিরুদ্ধে মারাত্মক একটি অভিযোগ এনেছেন।

অনৈতিকভাবে বিরাট কোহলিকে আউট করা হয়েছে বলে তার ভক্তরা অভিযোগ তুলছেন। তিন বছর আগেই আইসিসি নিয়ম করে জানিয়ে দিয়েছে যে এখন থেকে বোলাররা বলের চমক ধরে রাখতে নিজেদের লালারসের ব্যবহার করতে পারবে না। কিন্তু ম্যাচ চলাকালীন দেখা গিয়েছে ১২ তম ওভারে বোলিং করতে এসে নিজের লালা রস ব্যবহার করে বলের এক প্রান্ত চমকানোর চেষ্টা করছিলেন অভিজ্ঞ লেগ স্পিনার। ঠিক তার দুই বল পর এই বিরাট কোহলি কে আউট করেন তিনি। এর আগে ২০২১ আইপিএলেও একই কাজ করে স্বাস্থ্যের মুখোমুখি পড়েছিলেন অমিত। এবার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে লক্ষ্য থাকছে সকলেরই।

৩৫ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন কোহলি। কিছু অসাধারণ দৃষ্টিনন্দন শট খেলেছিলেন তিনি পেস এবং স্পিন দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই। কিন্তু তিনি ৬১ রানের বেশি করতে পারেননি। অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্রকে গ্যালারিতে পাঠাতে গিয়ে তিনি ডিপ মিড-উইকেটে ধরা পড়েন। ওপেনিং জুটিতে ৬৯ বলে ৯৬ রান তোলে আরসিবি। কিন্তু দর্শকরা তখনো উপলব্ধি করতে পারেননি যে এটি শুধুমাত্র ট্রেলার ছিল।

বিরাট কোহলি আউট হতেই নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন দু প্লেসিস। রবি বিশ্নইয়ের বলে ১১৫ মিটার দীর্ঘ ছক্কা মারেন তিনি একবার। বিরাট কোহলির মত তিনিও মরসুমের তৃতীয় ম্যাচে নিজের দ্বিতীয় অর্ধশতরান তুলে নেন। তাকে যোগ্য সঙ্গ দেন অজি পাওয়ার হিটার গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ২৪ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি যা ছিল এই মরশুমে তার প্রথম।

শেষ পর্যন্ত ম্যাক্সওয়েল ২৯ বলে ৩টি চার ও ৬টি ছক্কা সহ ৫৯ রান করে মার্ক উডের বলে বোল্ড হন শেষ ওভারে। দু প্লেসিস ৪৬ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। মার্ক উডই হন লখনউয়ের সেরা বোলার। ৪ ওভারে এই ব্যাটিং বান্ধব উইকেটে মাত্র ৩২ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট তোলেন তিনি। রাহুলদের জয়ের জন্য তুলতে হবে ২১৩ রান।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর