এবার পুজোয় কলকাতা আসছেন অমিত শাহ ! ৪ টি স্থানের পুজোর উদ্বোধন করবেন তিনি

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে দুর্গাপুজোকে হাতিয়ার করে ঝাপাতে চাইছে বিজেপি। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া নির্দেশ দলীয় কর্মীরা যেন সমস্ত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশকে মেনে তাই এবার দুর্গাপুজোর মহালয়া থেকে রাজ্যে একগুচ্ছ কর্মসূচি রেখেছে বিজেপি। জনসংযোগ বাড়াতে দুরাগপুজোকেই বেছে নিয়েছে বিজেপি। তবে যতই বড় বড় পদক্ষেপ নেওয়া হোক না কেন আসলে কিন্তু কলকাতার দুর্গাপুজো দখলে ব্যর্থ বিজেপি। যদিও কলকাতার পুজো কমিটি গুলো থেকে অমিত শাহের কাছে পুজো উদ্বেধনের আবেদন জমা পড়েছে বলে ঘোষনা করা হয়েছিল। কিন্তু অনেকেই বলছেন এবার কলকাতায় অমিত শাহকে এনে পুজোয় মুখরক্ষা করতে চাইছে বিজেপি।

amit saha durga puja 201907106173

পুজো উদ্বোধনের জন্য 1 অক্টোবর তারিখে কলকাতায় আসছেন অমিত শাহ। সেখানে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সভা করবেন। আর সভার মাঝে কলকাতার চারটি পুজো উদ্বোধন করবেন তিনি। যদিও কোন পুজো তা এখনও জানা যায় নি। কিন্তু দুর্গাপুজোয় শাসক শিবিরকে টেক্কা দিতে কার্যত ব্যর্থ বিজেপি এটা বলাই যায়। তবে এবার পুজোয় নিজেদের ক্ষমতা জাহির করতে এবং জনসংযোগ বৃদ্ধি করতে প্রতিটি ক্লাব কি আচার নিয়ম মেনে পুজো করছে তার ওপর একটি প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে রাজ্য বিজেপি।

তবে দুর্গাপুজাকে হাতিয়ার করে এগিয়ে যাওয়া পরিকল্পনা করলেও পুজোকমিটিগুলোকে ধরার পরিকল্পনা বিশেষ ভাবে সফল হয়নি বলেই মত বিশেষজ্ঞদের। যদিও এলাকার ক্লাব গুলিকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষনা করেছে কিন্তু শাসক শিবিরের কাছে পাত্তা পাবে না। তাই তো বিজেপির নেতৃত্বকে নিয়ে এসেছে প্ল্যান বি সফল করতে চাইছে বিজেপি।

 

সম্পর্কিত খবর