বাংলা হান্ট ডেস্কঃ অসম সমেত দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে তাড়ানই কেন্দ্র সরকারের প্রতিবদ্ধতা জাহির করে অমিত শাহ বুধবার সংসদে বলেন, ‘দেশের জমির প্রতিটি ইঞ্চি থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে, দেশ থেকে তাড়াব।”
উনি রাষ্ট্রীয় নগরিকতা পঞ্জি (NRC) এর উপর চর্চা করার সময় বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণে এনআরসি-এর উল্লেখ করা হয়েছে। এর সাথে শাসক দল ভোটের আগে যেই ইস্তেহার প্রকাশ করেছিল, সেখানেও এনআরসি-এর কথা বলা হয়েছিল।”
অমিত শাহ বলেন, ‘দেশের প্রতিটি ইঞ্চি জমিতে অবৈধ অনুপ্রবেশকারী বসবাস করে। আমরা তাঁদের চিহ্নিত করবে, তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী তাঁদের দেশ থেকে তাড়াব।” কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই কথা সমাজবাদী পার্টির সাংসদ জাভেদ আলি খান এর ওই প্রশ্নের জবাবে বলেন, যেখানে বলা হয়েছিল যে, অসমে যেমন ভাবে এনআরসি চালু করা হচ্ছে, সরকার কি এই ভাবেই দেশের অন্য রাজ্য গুলোতেও এনআরসি লাগু করবে?
এর আগে অসম গণ পরিষদ এর বিরেন্দ্র প্রসাদ এর প্রশ্নের জবাবে গৃহ রাজ্য মন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, সরকার অসমে এনআরসি লাগু করতে প্রতিবদ্ধ। এর সাথে সরকার এটাও সুনিশ্চিত করবে যে, এনআরসি-র প্রক্রিয়ায় ভারতের কোন নাগরিক যেন বাদ না পড়ে, আর কোন অবৈধ প্রবাসীর যেন যায়গা না হয়।