বাংলা হান্ট নিউজ ডেস্ক: সৌরভ গাঙ্গুলির বাড়িতে ডিনার করবেন বিজেপি শীর্ষনেতা অমিত শাহ। তিনি একা নন, তার সাথে যাবেন রাজ্য সভার সাংসদ স্বপন দাশগুপ্ত এবং বঙ্গ বিজেপির প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবকিছু ঠিকঠাক থাকলে ৬ই মে সন্ধ্যায় সৌরভের বেহালার বাড়িতে দেখা যেতে পারে এই তিনজনকে। এমনটাই জানা গিয়েছে রাজ্য বিজেপি সূত্র থেকে।
প্রথমে ঠিক হয়েছিল যে অমিত শাহ একাই নৈশভোজে গাঙ্গুলি বাড়ি যাবেন। কিন্তু পরে পরিকল্পনায় কিছু পরিবর্তন হয়। তবে এই সফরটিকে শুধুমাত্র সৌজন্য সফর বলেই গণ্য করছে রাজ্য বিজেপি। তাদের তরফ থেকে জানানো হয়েছে যে সৌরভের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার পেছনে রাজনৈতিক কোনও অভিসন্ধি নেই তাদের।
নিন্দুকেরা বলে থাকেন সৌরভ রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান প্রশংসনীয় ভাবে সামলে আসছেন তিনি। সিপিএমের অশোক ভট্টাচার্যর সঙ্গে তার দারুণ সম্পর্ক। মমতা ব্যানার্জির সাথেও তার সম্পর্ক ভালো। কিছুদিন আগে নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি। আবার এদিকে অমিত শাহ-র ছেলে জয় শাহ-র সঙ্গেও একসাথে কাজ করার দরুন তার সম্পর্ক দুর্দান্ত।
গত নির্বাচনের পর থেকে মমতা ব্যানার্জিকে কড়া আক্রমণ শানিয়েছেন প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৌখিক ভাবে নানান রকম কটাক্ষ করতে ছাড়েননি তিনি। সেই বিরোধী দলনেতাই এবার সৌরভের বাড়ির অতিথি। তাই সেই নিয়ে তৃণমূল নেতৃত্বের মক বক্তব্য উঠে আসে তা জানতে আগ্রহী সকলেই।