CAA কবে লাগু হবে জানালেন অমিত শাহ, মমতা বললেন ‘ওটা মানে কী চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট?”

বাংলা হান্ট ডেস্কঃ 2024 সালের লোকসভা নির্বাচন। ফলে আর দুবছরও নেই হাতে আর এর মাঝেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাংলাকে দিয়েই শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় বর্তমানে বিজেপি দলের পরিস্থিতি খুব একটা ভালো নয় আর এর মধ্যে বাংলাতে নিজেদের ঘাঁটি শক্ত করতে দুদিনের সফরে এসেছেন অমিত শাহ। এদিন শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি তিনি সিএএ প্রসঙ্গ টেনে আনেন। তবে তার পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস দল।

সাম্প্রতিককালে বাংলায় একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে। চারিদিকে নাবালিকাদের উপর নির্যাতন থেকে শুরু করে বিজেপি কর্মীসহ একাধিক মানুষ খুনের ঘটনায় উত্তপ্ত বাংলার পরিস্থিতি। এই প্রসঙ্গকে কেন্দ্র করে তৃণমূল দলকে একের পর এক আক্রমণ করে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব আর সেই আক্রমণকে শান দিতেই অমিত শাহের এই বঙ্গ সফর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন নিজের ছন্দেই রাজ্য সরকারকে একের পর এক আক্রমণ করতে থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং এর পরেই হঠাৎ তাঁর মুখে শোনা যায় সিএএ প্রসঙ্গ।

তিনি বলেন, “তৃণমূল সরকার সিএএ নিয়ে জনসাধারণকে ভুল বুঝিয়ে চলেছে। তবে আমি এখান থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে, একবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রিত হলেই আমরা এটি কার্যকর করব।” তিনি আরো বলেন, “মমতা দিদি অনুপ্রবেশকারীদের পক্ষে। কিন্তু আমরা বাংলায় এটা হতে দিতে পারিনা। অনুপ্রবেশকারীদের বেআইনি কাজ করা থেকে আটকানো আমাদের দায়িত্ব এবং আমরা তা করেই ছাড়বো।” লোকসভা নির্বাচনের মাত্র 2 বছর আগে অমিত শাহের এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সকলে।

তবে হঠাৎ এদিন সিএএ প্রসঙ্গ তোলার কারণ কি? বিশেষজ্ঞদের মতে, 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে যথেষ্ট ভালো ফল করে। তবে 2021 সালে বিধানসভা নির্বাচনে সেই ফল ধরে রাখতে সক্ষম হয় না তারা। এরপর থেকে উপনির্বাচন এবং পুরসভার ভোটে আরো তলানিতে গিয়ে ঠেকে বিজেপি। একের পর এক নেতা নেত্রীরা বর্তমানে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এমনকি যে মতুয়া সম্প্রদায়ের হাত ধরে বিজেপি লোকসভা ভোটে ভালো ফলাফল করে তারাও এখন তাদেরকে বিশ্বাস করতে পারছে না। মতুয়া সম্প্রদায়ের প্রধান শান্তনু ঠাকুরকেও সাম্প্রতিক কালে বেসুরো দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে অমিত শাহের এই বক্তব্য তাদেরকে কাছে টানার কৌশল বলেই মনে করা হচ্ছে।

তবে এদিন অমিত শাহের এই বক্তব্যের পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ প্রসঙ্গে বলেন, “সিএএ মানে কি চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট? উনি কি দেশে চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শুরু করতে চলেছেন? আমরা বিশ্বাস করি যে, দেশের সবাই নাগরিক। তাছাড়া উনি দেশবাসীর ভোটে ক্ষমতায় এসেছেন। ফলে এখন এসব কথা বলার মানে দেশবাসীকে অপমান করা।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর