বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলির সেই অবিশ্বাস্য ইনিংসের পর কয়েক মিনিট কেটে গিয়েছিল। ক্রিকেটপ্রেমীরা বোধহয় তখনও ঘোর কাটিয়ে উঠতে পারেননি সেই অবিস্মরণীয় ইনিংসের। ভারতের জয়ের সম্ভাবনা কার্যত ছিলই না পাওয়ার প্লে শেষ হওয়ার পর। এখান থেকে হার্দিককে সঙ্গে নিয়ে ম্যাচ পুরোপুরি ঘুরিয়ে দেন বিরাট কোহলি। অত্যন্ত ধীরগতিতে শুরু করে সময় নিয়ে শেষপর্যন্ত যে ভঙ্গিতে তিনি পাকিস্তানের পেসারদের আক্রমণ করেছেন তা ক্রিকেটপ্রেমীরা হয়তো কোনদিনও ভুলতে পারবেন না।
আর পাঁচজন ভক্তের মতোই বিরাট কোহলির এই অতিমানবিক ইনিংস থেকে মুগ্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোহলির ব্যাটিং যেন ঘোর লাগিয়ে দিয়েছিল মাননীয়ার মনেও। সেইজন্যই সোশ্যাল মিডিয়ায় কোহলি সহ গোটা ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তিনি। তৃণমূল ভক্তরা যাকে অনুপ্রেরণার প্রতীক মনে করেন সেই মমতা ব্যানার্জি নিজেই যেন অনুপ্রেরণা খুঁজে পেলেন এই অতিমানবীয় ইনিংস দেখে।
নিজের পোস্টে মমতা লিখেছেন, “পাকিস্তানের বিরুদ্ধে এই অসাধারণ জয়ের জন্য ভারতীয় দলকে অনেক অনেক অভিনন্দন জানাই। ভারতীয় ক্রিকেটারদের অনেকের পারফরম্যান্সই তাক লাগিয়ে দেওয়ার মতো ছিল। আশা করব আগামী দিনেও ভারতীয় দল এমন অসাধারণ ক্রিকেট খেলবে এবং জয় ছিনিয়ে আনবে প্রতিপক্ষের মুখ থেকে।”
অবশ্য মমতা ব্যানার্জি একক রাজনীতিবিদ নন যিনি ভারতীয় দল এবং বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন। অমিত শাহ টুইট করে বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করার শ্রেষ্ঠ উপায়। দুর্দান্ত ইনিংস খেলেছেন বিরাট কোহলি নিজে। আমরা একটা অসাধারণ ম্যাচের সাক্ষী থাকলাম গোটা ভারতীয় দলকে অভিনন্দন।”
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে