‘খোলা হাওয়া’র রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ! বক্তা হিসাবে উপস্থিত থাকছেন শুভেন্দুও

বাংলা হান্ট ডেস্ক : পয়লা বৈশাখের উৎসবেও তিনি ছিলেন কলকাতায়। পুজো দিয়েছিলেন দক্ষিণেশ্বরে। এবার অমিত শাহ (Amit Shah) আসছেন ২৫-এ বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে। ‘খোলা হাওয়া’ নামে এক সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই সংস্থার মাথায় রয়েছেন প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। ৯ মে, বিকেল ৫টায়, সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠান। এটির নাম রাখা হয়েছে – ‘আমাদের রবীন্দ্রনাথ’। আমন্ত্রণপত্রে উল্লেখ সায়েন্স সিটির ওই অনুষ্ঠানে অমিত শাহর পাশাপাশি থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। শুধু তাই নয়, বিশেষ বক্তা হিসাবে হাজির থাকবেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডাও। এই অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসাবে উপস্থিত থাকবেন তনুশ্রী শঙ্কর, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোমলতা আচার্য্য, মেধা বন্দ্যোপাধ্যায়।

amit shah

বিজেপির দলীয় সূত্রে খবর, আজ ৮ মে মুর্শিদাবাদে জনসভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। কিন্তু সেই পরিকল্পনা বাতিল হয়। আজ রাতে কলকাতায় পৌঁছবেন তিনি। ৯ তারিখ, রবীন্দ্রজয়ন্তীর দিন সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যেতে পারেন। এর পর একাধিক সাংগঠনিক বৈঠক করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। তার জায়গায় বনগাঁ সীমান্তে এক কর্মসূচিতে যোগ দেবেন মন্ত্রী। পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে বাঙালি আবেগকে হাতিয়ার করে ভোটের ময়দানে নামতে চাইছে বিজেপি। সেই উদ্দেশ্যেই রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় আসছেন শাহ, মত রাজনৈতিক মহলের। তবে বিজেপি সূত্র এই দাবিকে উড়িয়ে দেওয়া হয়েছে। পদ্ম শিবিরের দাবি, অমিত শাহ কলকাতায় আসছেন কেবলমাত্র কেন্দ্র সরকারের কর্মসূচি নিয়েই।

প্রসঙ্গত, শেষ মুহুর্তে সফরসূচি কাটছাঁট হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বাদ গেল রাজনৈতিক কর্মসূচি। ফলে, সোমবার বহরমপুরের অমিত শাহর প্রস্তাবিত জনসভা হচ্ছে না। পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রায় মুর্শিদাবাদ চষে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন, সোমবার, বহরমপুরে অমিত শাহর জনসভা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার, কলকাতায় রবীন্দ্র-স্মরণে হাজির থাকছেন তিনি। সোমবার রাতে কলকাতায় আসবেন অমিত শাহ। মঙ্গলবার, সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন। দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পেট্রাপোল সীমান্তে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

 


Sudipto

সম্পর্কিত খবর