উদয়ন বিশ্বাস, বাংলাHunt. : রাজ্যের দুর্গাপূজাকে কেন্দ্র করে বিজেপির শক্তি বাড়াতে চাইছে আছে। বেশ কয়েকদিন আগে তা প্রকাশ্যে আনে বিজেপি নেতৃত্ব, তারা দাবি করেছে তারা মানুষের সাথে থাকবে এবং সব রকম সামাজিক কাজে তারা থাকতে বদ্ধপরিকর।
নরেন্দ্র মোদি বাংলার বিজেপি সাংসদদের সাথে চা চক্র আয়োজন করে, সেখানে তাদেরকে নির্দেশ দেওয়া হয় বাংলার সমস্ত সামাজিক কাজে তাদেরকে আরো বেশি করে থাকতে হবে এবং সাম্প্রতিক বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপূজা সেখানে তাদের যোগদান অংশগ্রহণের হার অধিক মাত্রায় হতে হবে, সেই পরিপ্রেক্ষিতে এবার বেশ কিছুটা কৌশল সাজিয়েছে রাজ্য নেতৃত্ব।
বিজেপি রাজ্য নেতৃত্ব মনে করছে তারা পূজাকে টার্গেট করে বঙ্গ রাজনীতির আরো শক্তিশালী হবেন। সাম্প্রতিক জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়ায় পুজো মুখ্য ভূমিকায় দেখা যাবে বিজেপি নেতা সায়ন্তন বসু কে এবং এই পুজো উদ্বোধন করতে আসবেন মোদীর মন্ত্রিসভার অন্যতম অমিত সাহা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে একাধিকবার বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেছে অমিত সাহ। তার জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পড়ে সেটাই দেখার বিশয়।
কি তাহলে বঙ্গ রাজনীতিতে পুজোর মাধ্যেম দিয়ে প্রভাব বাড়াবে বিজেপি। সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতৃত্ব দাবি করেছে তারা প্রায় ৬০পুজোর সাথে যুক্ত হয়ে হয়েছে। তারা শুধু কলকাতা নয়, উত্তর দক্ষিণ হাওড়া, হুগলী একাধিক জেলা এবং শহরতলীর ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে।
কারণ বাংলায় একাধিক পুজো তৃণমূলের হেভিওয়েট নেতারা করেন, যেমন একডালিয়া এভারগ্রীন সুব্রত মুখার্জী, উদয়ন সংঘ নাকতলা পার্থ চট্টোপাধ্যায়, চেতলা আগ্রগামী ববি হাকিম, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সুজিত বসু নেতারা পূজা করেন। সেই পুজোতে এবার হাতিয়ার করতে চাইল বিজেপি এবং অমিত শাহ কে এনে এবারের পুজোর উদ্বোধন করে বাংলার এবং বাঙালি যে হিন্দুত্ব আবেগ সেটিকে আরো একবার উসকে দেবে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর পাড়ার পুজো উদ্বোধন অমিত সাহের আসা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে। যদি সত্যি হয় তাহলে কিছুটা হলেও ব্যাকফুটে যেতে হবে তৃণমূলকে, কারণ যদি তারা কালি ঘাটকে অন্যতম টার্গেট করেছে। তাহলে সাম্প্রতিক আরে কিছুটা হলেও রাজ্যে বিজেপির উপর অস্তিত্ব বজায় রাখবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও যোগী আদিত্যনাথকে পুজোর উদ্বোধনে আসতে পারে।
এখন দেখার বিষয় এখনো প্রায় দুমাস বাকি। বিজেপি কতটা রাজনীতিকে পুজোর মাধ্যেম দিয়ে হাতিয়ার করতে পারে সেই দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।