বাংলাহান্ট ডেস্কঃ বড়দিনে কৃষকদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। প্রায় ১ মাস সম্পূর্ণ করল এই কৃষক আন্দোলন। কেন্দ্র সরকার যতই বলছে এই আইন কৃষকদের পক্ষে, কিন্তু কৃষকরা কিছুতেই তা মানতে নারাজ। এদিকে আবার বেশ কিছু সরকার বিরোধী দল নিজেদের স্বার্থে কৃষকদের এই আন্দোলনে ক্রমাগত উস্কানি দিয়ে চলেছে।
অমিত শাহ শুক্রবার বলেন, ‘যতদিন দেশের প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র মোদী থাকছেন, ততদিন কৃষকদের কাছ থেকে কেউ জমি কেড়ে নিতে পারবে না। বন্ধ হবে না MSP, বন্ধ হবে না মান্ডিও। কিছু বিরোধী পক্ষ নিজেদের স্বার্থে কৃষকদের ভুল বোঝাচ্ছেন। তবে আমি বলব, এই কৃষি আইন কখনই কৃষকদের বিপক্ষে নয়। তবুও যদি কৃষকরা মনে করেন, তাহলে কেন্দ্র সরকার এই বিষয়ে আলোচনা করতে পারে’।
অমিত শাহ আরও বলেন, ‘বিরোধীরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, তারা নিজেদের স্বার্থে কৃষকদের ভুল বোঝাচ্ছে। MSP, মান্ডি শেষ হওয়ার ভয় দেখাচ্ছে। তবে মোদী সরকার কৃষকদের কল্যাণে সর্বদা এগিয়ে। আমি আবারও স্পষ্ট করে দিচ্ছি- MSP, মান্ডি কখনই বন্ধ হচ্ছে না’।
তিনি আরও বলেছেন, কৃষকদের পক্ষ থেকে ওঠা ফসলের নূন্যতম মূল্য দেড় গুণ বৃদ্ধি করার প্রস্তাব আগে পূরণ করা হয়নি, যা মোদী সরকার করতে চলছে। সেইসঙ্গে তিনি বলেছেন এই আইন কিভাবে কৃষকদের স্বার্থে তৈরি করা হয়েছে। তিনি বলেছেন, ‘ইউএসএ নেতাদের গত ১০ বছরে ৬০০০০ কোটি টাকার কৃষি ঋণ মুকুব করা হয়েছে। যেখানে আড়াই বছরে ১০ কোটি কৃষকের অ্যাকাউন্টে ৯৫০০০ কোটি টাকা পাঠিয়ে দিয়েছে’।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারকে আক্রমণ করে বলেন, ‘আমি জানিতে চাই এখন কারা কৃষকদের হয়ে কথা বলছেন? ২০১৩-১৪ সালে ইউপিএ এবং কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে কৃষকদের কি বাজেট ছিল? তবে আমি বলব, কৃষকরা বিরোধীদের কথায় কান দেবেন না। মান্ডি বন্ধ হবে না, চলবে’।