আমূল পরিবর্তন আসছে জনগণনার পদ্ধতিতে, বড় ঘোষণা অমিত শাহের

বাংলা হান্ট ডেস্ক: এবার থেকে আমূল পরিবর্তন আসছে জনগণনার পদ্ধতিতে। এবার আর বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের নাম নথিভুক্ত করবেন না সরকারি আধিকারিকরা। বদলে পুরোটাই হবে ডিজিট্যাল পদ্ধতির মাধ্যমে। অসম সফরে গিয়ে এবার এমনই বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই পদ্ধতি ১০০% নির্ভুল হতে চলেছে বলেও দাবি করেন তিনি।

এদিন অসমের আমিনগাঁওতে একটি জনগণনা দপ্তরের উদ্বোধন করেন অমিত শাহ। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘দেশের পরবর্তী সেনসাস হবে সম্পূর্ণ ডিজিটাল। এই পদ্ধতিতে ১০০ শতাংশ নির্ভূল গণনা করা যাবে। গণনা পদ্ধতিকে নিখুঁত করার জন্য অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। দেশের আর্থিক সহ অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নে বড় ভূমিকা পালন করে জনগণনা। একমাত্র জনগণনার মাধ্যমেই জানা সম্ভব দেশের প্রত্যন্ত অঞ্চল সহ প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান কেমন। কেমন রয়েছে পাহাড় থেকে উন্নত শহরের মানুষজন।‘

এই জনগণনা পদ্ধতির ব্যাখ্যাও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি আরও বলেছেন, ‘২০২৪ সালের মধ্যেই দেশের সব মানুষের জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য একসঙ্গে জুড়ে দেওয়া হবে। এতেই ডিজিটালি জনগণনা আপডেট হয়ে যাবে। শিশুর জন্মের পরই তা সেনসাস রেজিস্টারে নথিভূক্ত করতে হবে। ১৮ বছর বয়সে ভোটার তালিকায় নাম উঠলে তাও আপডেট হয়ে যাবে। এর জন্য শীঘ্রই একটি সফটওয়্যার উদ্বোধন করা হবে।‘ সেই অ্যাপটিতে প্রথম অমিত শাহ এবং তাঁর পরিবার জনগণনার ফর্মে নিজেদের নাম নথিভুক্ত করবেন বলেও জানিয়েছেন তিনি।

amit shah 1 4

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি দশ বছর অন্তর দেশে জনগণনা করা হয়। ২০১১ সালের পর আবার ২০২১ সালে হওয়ার কথা ছিল জাতীয় জনগণ্না। কিন্তু ২০১১ সাল পর্যন্ত এই ১০ বছরের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হলেও ভারতের ইতিহাসে প্রথমবার ব্যতিক্রম হয় এই নিয়মের। করোনা পরিস্থিতির কারণে সরকারের তরফে ঘোষণা করা হয় যে ২০২১ সালেরবদলে ২০২২ সালে হবে জনগণনা। সেই জনগণনার আগেই এবার এহেন বড় ঘোষণা করলেন অমিত শাহ।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর