বাংলা হান্ট ডেস্ক: আগামী বছর তামিলনাড়ুতে সম্পন্ন হতে চলেছে বিধানসভা নির্বাচন। এমতাবস্থায়, এখন থেকেই রাজনৈতিক দলগুলি নিজেদেরকে প্রস্তুত করছে। ঠিক এই আবহেই তামিলনাড়ুতে বিজেপি এবং AIADMK-র মধ্যে একটি জোট সম্পন্ন হল। এই প্রসঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) চেন্নাইতে জোটের ঘোষণা করেন। অমিত শাহ এবং এডাপ্পাদি কে. পালানিস্বামীর বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।
কী জানিয়েছেন অমিত শাহ (Amit Shah):
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) শুক্রবার বলেছেন যে, AIADMK এবং বিজেপি নেতারা সিদ্ধান্ত নিয়েছেন যে, AIADMK, বিজেপি এবং সমস্ত জোট দল NDA-র অধীনে তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে একসাথে লড়বে।
#WATCH | Chennai, Tamil Nadu: On BJP-AIADMK alliance for Tamil Nadu Vidhan Sabha elections, Union Home Minister Amit Shah says, “Seat distribution and the distribution of ministries after the government is formed, both will be decided later… In Tamil Nadu, the DMK is bringing… pic.twitter.com/wn0j1eyhZt
— ANI (@ANI) April 11, 2025
এদিকে, NDA জোট সম্পর্কে তিনি বলেন, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং রাজ্য পর্যায়ে AIADMK নেতা এডাপ্পাদি কে. পালানিস্বামীর নেতৃত্বে লড়াই করা হবে।
আরও পড়ুন: Puma-র সাথে ১১০ কোটির ডিল খতম করলেন কোহলি! ভারতের এই সংস্থার সাথে মেলালেন হাত
আসন ভাগাভাগি সঠিক সময়ে হবে: এদিকে, বিজেপি-AIADMK জোট সম্পর্কে অমিত শাহ (Amit Shah) বলেন, সরকার গঠনের পর আসন ভাগাভাগি এবং মন্ত্রিত্ব বণ্টনের বিষয়ে উভয় দলের নেতাদের সাথে বৈঠকের পর সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জানিয়ে রাখি যে, তামিলনাড়ুতে, ডিএমকে আসল বিষয়গুলি থেকে মনোযোগ সরাতে সনাতন ধর্ম এবং তিন ভাষা নীতির মতো বিষয়গুলি উত্থাপন করছে।
আরও পড়ুন: রতন টাটার প্রয়াণের পরে খেই হারাচ্ছে টাটা গ্রুপের এই সংস্থা? হতে চলেছে বিপুল কর্মী ছাঁটাই
ডিএমকে সরকারকে নিশানা করেন অমিত শাহ: এমতাবস্থায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আরও বলেন, আসন্ন তামিলনাড়ু নির্বাচনে মানুষ ডিএমকে-র দুর্নীতি, আইনশৃঙ্খলা সমস্যা, দলিত ও মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ভোট দেবেন। ডিএমকে সরকার ৩৯,০০০ কোটি টাকার মদ কেলেঙ্কারি, বালি খনির কেলেঙ্কারি, জ্বালানি কেলেঙ্কারি, ELCOT কেলেঙ্কারি, পরিবহণ কেলেঙ্কারি, অর্থ পাচারের কেলেঙ্কারি করেছে। এছাড়াও, আরও অনেক কেলেঙ্কারি রয়েছে যার জন্য ডিএমকে-কে তামিলনাড়ুর জনগণের কাছে জবাব দিতে হবে। অমিত শাহ আরও বলেন সেখানকার মানুষ উদয়নিধি এবং স্ট্যালিনের কাছ থেকে উত্তর চাইছেন।