বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন! রাজ্যসভায় তৃণমূলকে তীব্র কটাক্ষ অমিত শাহের

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার সংসদে ফের পুরনো ছন্দে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। রাজ্যসভায় (Rajya Sabha) নিজের বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে, শুধুমাত্র সন্ত্রাসীদেরই মানবাধিকার নেই, তাদের হাতে নিহত নিরপরাধ মানুষেরও মানবাধিকার রয়েছে। তাহলে কেন তাদের কথা কখনও উত্থাপিত হয় না? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার রাজ্যসভায় কেন্দ্র সরকার দ্বারা পেশ করা ক্রিমিনাল প্রসিডিউর আইডেন্টিফিকেশন বিল ২০২২ নিয়ে কথা বলছিলেন।

অমিত শাহ বলেন, ‘আমি বিশ্বাস করি যারা সন্ত্রাসী ও অপরাধমূলক মামলায় ধরা পড়েছে তাদের মানবাধিকার রয়েছে। কিন্তু ওই সন্ত্রাসীদের হামলায় যারা নিহত বা পঙ্গু হয়ে যায় তাদের কথা কেন কখনো বলা হয় না। এই মানুষগুলোর কি কোনো মানবাধিকার নেই?

তিনি বলেন, দেশে সন্ত্রাস ছড়ানো সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে আইন কঠোর করতে এই বিল আনা হয়েছে। এই বিলের উদ্দেশ্য হল অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা প্রমাণের জন্য বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহের জন্য পুলিশ এবং ফরেনসিক দলকে নতুন ক্ষমতা দেওয়া। এই বিল থেকে নাগরিকদের গোপনীয়তার কোনও হুমকি নেই।

কেন্দ্র দ্বারা পেশ করা এই বিলকে ‘ফ্যাসিস্ট বিল” বলে কটাক্ষ করে তৃণমূল। আর সেই কটাক্ষের উত্তরে তৃণমূল কংগ্রেসকে পাল্টা কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘তৃণমূল বলছে এটা ফ্যাসিস্ট বিল। আমি এটা নিয়ে বেশি কিছু বলব না। বাংলার সরকারই ফ্যাসিস্ট শব্দের ভালো ব্যাখ্যা করে দিয়েছে। তাঁরা এর নয়া সংজ্ঞা তৈরি করেছে। তিনি পাল্টা তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘বাংলায় না যাওয়াই ভাল, গেলে খুন হয়ে যেতে পারেন।”


Koushik Dutta

সম্পর্কিত খবর