খমতা আসছে ৯০দিনের মধ্যে টাকা ফেরট ঃ অমিত সাহ

Last Updated:

BanglaHunt : বাংলায় সব থেকে যে বড় দুর্নীতি হয়েছে তা সারদা এবং চিটফান্ড দুর্নীতি। সেই দুর্নীতিতে একাধিক ব্যক্তির সাথে নেতা-নেত্রী নাম জড়িয়েছে নাম জড়িয়েছে। মুকুল রায়ের নাম রয়েছে। পরিপ্রেক্ষিতে মুকুল রায় তৃণমূল থেকে দলত্যাগ করেছেন বিজেপিতে যোগদান করেছে কিন্তু মুকুল রায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তদন্তের স্বার্থে আমাকে যতবার ডাকা হবে আমি তদন্তের সাহায্য করবো, পাল্টা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মুকুল রায় তাঁর নিজের পিট বাঁচাতে বিজেপিতে যোগদান করেছেন।

Twitter Video Downloader

সেই পরিপ্রেক্ষিতে গতকাল বিজেপি সভাপতি অমিত শাহ বলেন ক্ষমতায় বাংলায় বিজেপি আসলে ৯০ দিনের মধ্যে চিটফান্ডের তদন্ত হবে এবং যারা দোষী সাব্যস্ত তারা তাদের জেল হবে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমন করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের নেতারাই একটা কান্ডের সাথে জড়িত। মমতা ব্যানার্জী বলে আগে রাফায়েল দুর্নীতি তদন্ত হোক।

তা হলে সত্যতা প্রমান পাওয়া যাবে

সম্পর্কিত খবর

X