বাংলা হান্ট ডেস্কঃ সামনে রয়েছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগেই এবার পুরো অ্যাকশন মোডে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করেই এবারের শীতকালীন অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস করাতে চলেছে কেন্দ্রীয় সরকার।
WAQF সংশোধনী বিল নিয়ে বড় ঘোষণা অমিত শাহ (Amit Shah)-র
যার মধ্যে অন্যতম WAQF সংশোধনী বিল। এই বিল পাশ করানোর কথা আগেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে চলতি বছরের শীতকালীন অধিবেশন। যা চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ আসন্ন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দুদিন পর থেকেই শুরু হয়ে যাচ্ছে সংসদের এই শীতকালীন অধিবেশন।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এই শীতকালীন অধিবেশনে WAQF সংশোধনী বিল করাতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। এই বিল নিয়ে বরাবরই তৈরি হয়েছে ব্যাপক জটিলতা। শাসক-বিরোধী দলের মধ্যে রয়েছে ব্যাপক চাপান-উতর। জানা পার্লামেন্টে এই বিল পাশ করানোর জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় সংখ্যা ঝুলিতে পুরে ফেলেছে বিজেপি। তাই এবারের শীতকালীন অধিবেশনে WAQF সংশোধনী বিল ২০২৪ পাশ করানোর ব্যাপারে একেবারে নিশ্চিত কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন : বংশ-পরম্পরায় রক্ষা করছেন পারিবারিক ঐতিহ্য! দেশের ৫১-তম প্রধান বিচারপতি সঞ্জীব খান্না
ওয়াকফ (সংশোধনী) বিল কি?
ওয়াকফ (সংশোধনী) বিলে বলা হয়েছে, প্রথমত কোনও সম্পত্তিই ওয়াকফ ঘোষণার অধিকার আর ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না, এক্ষেত্রে একমাত্র জেলাশাসকরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দ্বিতীয়ত, ওয়াকফ বোর্ডে দুই মহিলা সদস্য ছাড়াও, দুই অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি রাখতে হবে। তৃতীয়ত, মুসলিম এবং অন্তত পক্ষে পাঁচ বছর ধরে যাঁরা ইসলাম ধর্ম পালন করে আসছেন, শুধু তাঁরাই ওয়াকফ বোর্ডকে সম্পত্তি দিতে পারবেন।
https://twitter.com/TimesAlgebraIND/status/1855816469663367644
এছাড়া হিন্দু মন্দিরের মতো ওয়াকফ বোর্ডও ধর্মনিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা বলে গন্য হবে। তবে কেন্দ্রের এই বিল নিয়ে শুরু থেকেই বেঁকে বসেছেন বিরোধী পক্ষ। সকলের দাবি আসলে আসলে ওয়াকফ বোর্ডের গুরুত্ব খর্ব করাই এই বিলের লক্ষ্য। বিরোধীদের দাবি অন্য ধর্মের বিষয়ে অযাচিতভাবে হস্তক্ষে পকরছে কেন্দ্র।