বাংলাহান্ট ডেস্ক : দিন এগিয়ে আসছে নির্বাচনের। চলতি বছরেই বিহারে বিধানসভা ভোট। এই নির্বাচনের দিকে পাখির চোখ রয়েছে রাজনৈতিক মহলের। এনডিএ-র মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এর মাঝেই পাটনার একটি অনুষ্ঠানে বড়সড় ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah-Bihar)। বিহারের ভোটে এনডিএ জোটের মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন নীতিশ কুমার। এমনি চর্চা তুঙ্গে রাজনৈতিক জগতে।
বিহারে এনডিএ জোটের মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ইঙ্গিত অমিত শাহের (Amit Shah-Bihar)
সম্প্রতি পাটনার বাপু অডিটোরিয়ামে সমবায় বিভাগের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ (Amit Shah-Bihar)। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিহারের উন্নয়নে নীতিশ কুমারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেডিইউ এবং বিজেপি একত্রে বিহারকে আরো উন্নতির পথে নিয়ে যাবে। তিনি বলেন, ২০২৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের যৌথ নেতৃত্বে বিহারে এনডিএ সরকার আরো উন্নয়ন করবে।
কী বলেন স্বরাষ্ট্রমন্ত্রী: জেডিইউ এবং বিজেপি একত্রে বিহারকে উন্নয়নের পথে নিয়ে যাবে বলে মন্তব্য করেন অমিত শাহ (Amit Shah-Bihar)। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ২০২৫ এর নির্বাচনে এনডিএ সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত যে নীতিশ কুমারের দিকেই ছিল, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
আরো পড়ুন : ২১ দিন আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ভয়াবহ ভূমিকম্পের! ভারতের এই তরুণ জ্যোতিষীকে চেনেন?
কটাক্ষ শানান আরজেডিকে: শোনা যাচ্ছে, বিজেপি এবং জেডিইউ এর নেতারাও নীতিশ কুমারের নেতৃত্বে ২০২৫ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন। অনুষ্ঠানের মঞ্চ থেকেই আরজেডির বিরুদ্ধেও তোপ দাগেন অমিত শাহ (Amit Shah-Bihar)। কটাক্ষ শানিয়ে তিনি বলেন, বিহারে লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর সরকার যখন ছিল তখন বিহারে নৈরাজ্যের পরিস্থিতি ছিল। ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত আরজেডির শাসনকালে বিহারে শুধুই খুন, ডাকাতি, দুর্নীতি রাজ চলেছে।
আরো পড়ুন : মোদীর সফরের আগেই ঘটল “ম্যাজিক”! ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৫০ জন মাওবাদীর
এনডিএ সরকারের সময় বিজেপি এবং জেডিইউ মিলিত ভাবে বিহারের ভোল বদলে দিয়েছে। ২০ বছরে অনেক পরিবর্তন এসেছে। পালটা আরজেডি মুখপাত্র কটাক্ষ শানিয়ে বলেন, বিজেপি তাদের বক্তৃতায় স্লোগান ব্যবহার করে যে নীতিশ কুমার পরের বার মুখ্যমন্ত্রী হচ্ছেন না।