বাংলা হান্ট ডেস্ক : ভারতের সংবিধান একটি। ভারতের নিয়ম ও একটি। আর এই নিয়ে কাশ্মীরে যখন 370 ধারা বিলোপ হলো তখন বিরোধীরা বারবার করে সরকারকে বিপাকে ফেলবে জন্য তৈরি হয়েছিল। কিন্তু সরকার তাদের জায়গা থেকে সরতে অনর। তারা বুঝিয়ে দিয়েছেন ভারতের সংবিধানের একই নিয়ম করবার জন্য সব রকম পদক্ষেপ নিতে রাজি। আর এবার এনআরসি নিয়ে আসামে যখন শোরগোল শুরু হয়েছে রাজনীতির রুটি সেকা থেকে আরম্ভ করে বিরোধীদলগুলো বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলতে আরম্ভ করেছে। তখনই রাজ্যসভায় দাঁড়িয়ে কড়া হাতে এনআরসি হয়ে সবাল করলেন অমিত শাহ।
এদিন রাজ্যসভায় অমিত শাহ জানিয়েছেন, “যাঁরা অসমে এনআরসির তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের অধিকার রয়েছে ট্রাইবুনালের দ্বারস্থ হওয়ার। গোটা অসম জুড়ে ট্রাইবুনাল গঠিত হবে বলেও এদিন জানান অমিত শাহ। পাশাপাশি তিনি বলেন, যাঁদের কাছে ট্রাইবুনালে যাওয়ার আর্থিক সঙ্গতি থাকবে না, তাঁদের বিনামূল্যে আইনজীবী দেওয়া হবে সরকারের তরফে।সারা দেশে লাগু হবে এনআরসি। ধর্ম নির্বিশেষে এই এনআরসি লাগু করা হবে। আর এনআরসির সঙ্গে যে সিটিজেনশিপ বিলের পার্থক্য রয়েছে” তাও জানাতে ভোলেননি অমিত শাহ।
অমিত শাহ এদিন আরো জানান, “বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, হিন্দু, জৈন, শিখরা শরনার্থীরা যাতে নাগরিকত্ব পান তার জন্যই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে এই শরনার্থীকে আলাদা করা হয় ধর্মের ভিত্তিতে। আর তাঁদের এবার ভারতীয় নাগরিকত্ব দিতেই এই উদ্যোগ।”