বাংলা হান্ট ডেস্কঃ কদিন আগে রাজ্যের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ বিধায়ক পদ আর তৃণমূলের প্রাথমিক সদস্যতা থেকেও ইস্তফা দিলেন তিনি। নিজের ইস্তফাপত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে তিনি লেখেন, ‘দীর্ঘদিন দলের সঙ্গে ছিলাম। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।”
রাজীব বন্দ্যোপাধ্যায়ের আগামী পদক্ষেপ নিয়ে জল্পনার মাঝে আজ তিনি বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। সুত্রের খবর এই বৈঠকে তৃণমূলের আরেক বিধায়ক প্রবীর ঘোষাল এবং হাওড়ার প্রাক্তন তৃণমূল মেয়র রথীন চক্রবর্তী উপস্থিত ছিলেন। আর এরমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও ফোন করে ফেলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে।
আজই দুদিনের বঙ্গ সফরের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রাতে তিনি নিউটাউনের হোটেলে থাকবেন। প্রাপ্ত খবর অনুযায়ী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করে রাতেই হোটেলে সাক্ষাৎ করতে বলেছেন অমিত শাহ।
আজ বিধানসভায় বিধায়ক পদ থেকে পদত্যাগ দিয়ে বেরিয়ে আসার সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বগলদাবা করে নিয়ে আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকরা ওনাকে ওনার আগামী পদক্ষেপ নিয়ে জিজ্ঞাসা করাতে তিনি বলেন, ‘গণতন্ত্রে মানুষের হয়ে কাজ করার জন্য কোনও দলে থাকতেই হয়। আমার আগামী পদক্ষেপ কি হবে, এটা আমি কাল জানাব।”
তবে রাজীব বন্দ্যোপাধ্যায় মুখে যাই বলুক না কেন, ওনার যে বিজেপিতে জায়গা পাকা হয়ে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অমিত শাহের হাওড়া সভার দিনেই তিনি অফিসিয়াল ভাবে গেরুয়াধারী হয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন এটা প্রায় কনফার্ম। আর বিজেপি থেকে ওনাকে ডোমজুরেই প্রার্থী করছে, এটাও প্রায় কনফার্মই বলা চলে।