অজিত দোভালের সঙ্গে বৈঠক, কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচার নিয়ে অ্যাকশনে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে দিনের পর দিন হিন্দুদের ওপর আক্রমণ বেড়ে চলেছে। বিশেষত কাশ্মীরি পণ্ডিতদের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে, তা নিয়ে ক্রমশ চাপ বাড়ছে কেন্দ্র সরকারের ওপর আর এবার এই পরিস্থিতি মাঝে জরুরি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ অমিত শাহের এই জরুরি বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্রমন্ত্রক এবং গোয়েন্দা সংস্থার অফিসার এবং পুলিশ প্রধানরা। এখনো পর্যন্ত বৈঠকটি চলছে বলে খবর।

উল্লেখ্য, গত মঙ্গলবার এক কাশ্মীরি পণ্ডিত শিক্ষিকাকে খুন করে দুষ্কৃতীদের দল আর এরপর থেকেই কাশ্মীরের একাধিক প্রান্তে প্রতিবাদ দেখানো শুরু করে কাশ্মীরি পণ্ডিত সহ একাধিক এলাকাবাসী। এমনকি, এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথাও ঘোষণা করে কিছু শ্রেণীর মানুষ। তবে শুধু এই ঘটনাই নয়, সম্প্রতি কাশ্মীরি পণ্ডিতদের ওপর জঙ্গিদের অত্যাচারের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। এক্ষেত্রে কেন্দ্র সরকারের কাছে বারংবার আর্তি জানিয়েও মেলেনি কোন সমাধান।

সূত্রের খবর, বেশ কিছু কাশ্মীরবাসী ইতিমধ্যে পায়ে হেঁটে এলাকা ছাড়তে শুরু করে দিয়েছে। বাকি এলাকাবাসীর ক্রমশ বিক্ষোভ দেখানো শুরু করে দিয়েছে। এই মুহূর্তে যদি আবারো এহেন কোনো ঘটনা ঘটে, তবে তা কেন্দ্র সরকারের ওপর মানুষের ক্ষোভ যে আরো বৃদ্ধি করবে তা বলাবাহুল্য। ফলে এই পরিস্থিতিতে যখন সরকারের ওপর চাপ ক্রমশ বেড়েই চলছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে অমিত শাহের এই বৈঠক পরবর্তী সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর