370 প্রত্যাহার করেছি, এবার ইউনিফর্ম সিভিল কোড লাগু করার পালা! হুঙ্কার অমিত শাহের

বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন বাদেই গুজরাটে (Gujarat) অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার পূর্বে মোদীর ‘গড়ে’ জয়লাভ করতে মরিয়া ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। অপরদিকে, অন্যান্য দলগুলিও সংগঠনে জোর দিতে তৎপর। এই পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) নিয়ে একাধিক সময় কার্যকরী ভূমিকা নিতে দেখা গিয়েছে পদ্মফুল শিবিরকে আর এবার এই বিধি কার্যকর করা প্রসঙ্গে বড়সড় মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

গত সোমবার এটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অমিত শাহ বলেন, ‘ভারতের গণপরিষদের একটি অনুচ্ছেদে বলা রয়েছে, যখন রাজ্যের বিধায়ক এবং দেশের সংসদের জন্য অনুকূল পরিস্থিতি হয়ে দাঁড়াবে, তখন অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা যেতে পারে। জহরলাল নেহেরু থেকে মৌলানা আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেলের স্বাক্ষর রয়েছে এই অনুচ্ছেদে।”

তিনি আরো বলেন, “সবার জন্য আইন যাতে সমান হয়, সেই বিষয়ে অতীতে একাধিক সময় চিন্তা করতেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ঢাকা মানুষেরা। তবে এক্ষেত্রে ১৯৬৮ সালের পর কংগ্রেস দলের তরফ থেকে এটিকে রাজনৈতিক বিষয়ে পরিণত করা হয়।”

প্রসঙ্গত, সাম্প্রতিক সময় বিজেপি শাসিত একাধিক রাজ্যে উক্ত বিধি কার্যকর করার বিষয়ে আইন আনা শুরু করা গিয়েছে। অতীতে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করানো গেলেও দেশবাসীর বিক্ষোভের মুখে পিছু হটতে হয় মোদী সরকারকে। তবে এর মাঝেই বর্তমানে গুজরাট নির্বাচনকে কেন্দ্র করে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে দেখা গিয়েছে তাদের আর এবার অমিত শাহের মুখে এই প্রসঙ্গে বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

amit shah caa 1

উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা পূরণ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনরকম প্রতিশ্রুতি আমরা দিই না। রাম মন্দিরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং এর ভুমিপূজন হয়ে গিয়েছে। ২০২৪ সালের প্রথম ভাগে মন্দিরটি সবাই দেখতে পাবেন। এছাড়াও তিন তালাক এবং ৩৭০ ধারা বাতিল করার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং এ সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বিজেপি দল নির্বাচনকে কেন্দ্র করে প্রতিশ্রুতি দেয়, তা বলা মিথ্যে।”


Avatar
Sayan Das

সম্পর্কিত খবর