মমতা ব্যানার্জী যদি চায় বিজেপি বাংলায় সরকার চালাবে, তাহলে ওনার ইচ্ছে জনতা পূরণ করে দেবেঃ অমিত শাহ

বাংলা হান্ট ডেস্কঃ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) একটি বেসরকারি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) উপর আক্রমণ করেন। মমতা ব্যানার্জীর পরিযায়ী শ্রমিকদের ট্রেনকে করোনা এক্সপ্রেস বলা নিয়ে অমিত শাহ বলেন, আমাদের বাংলার সাথে কোন শত্রুতা নেই।

উনি বলেন, ১ হাজার ২০০ এর বেশি ট্রেন উত্তর প্রদেশে গেছে। ১ হাজারের বেশি ট্রেন বিহারে গেছে। আর এখনো পর্যন্ত ১০০ ট্রেনও বাংলায় যায় নি। বাঙালিরা বাড়ি ফিরতে চায়, এটাই কি তাদের দোষ? আমি জানি বাংলার জনতা এই কথা সর্বদা মনে রাখবে।

মমতা ব্যানার্জীর বয়ানে অমিত শাহ বলেন, যদি মমতা ব্যানার্জীর ইচ্ছে হয় যে বিজেপি সেখানে সরকার চালাবে তাহলে ওনার ওই ইচ্ছে খুব শীঘ্রই পূরণ হবে। অমিত শাহ বলে, আমি সেখানে সরকার চালাতে পারব না, আমি তো একজন সাংসদ।

amit shah 16

অমিত শাহ বলেন, ১ কোটি ১০ লক্ষের বেশি মানুষ নিজের বাড়ি পৌঁছে কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করে নিজের পরিবারের সাথে থাকা শুরু করেছে। রাজ্যে রাজ্যে জনজাগরণ অভিযান চালানো হচ্ছে, আসতে আসতে সবাই আমাদের কথা শুনছে।

পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা অনেক বন্দোবস্ত করেছি। কিন্তু যাঁদের খুঁত খোঁজা কাজ, তাঁরা খুঁত খুজবেই। উনি বলেন, রাহুল গান্ধী একটি পরিকল্পনা নিয়ে ঘুরছেন। উনি সবার অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা বলছেন। যদিও জনতা রাহুল গান্ধীর এই উস্কানিতে কান দিচ্ছে না। মোদী সরকার কৃষক, বরিষ্ঠ নাগরিক, বিধবাদের অ্যাকাউন্টে DBT অনুযায়ী সরাসরি টাকা পাঠিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর