বাংলাহান্ট ডেস্কঃ নাগাল্যান্ডের (nagaland) ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা দেশেই। এই ঘটনার প্রসঙ্গে সংসদে এক বিবৃতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। শনিবার রাতে জঙ্গি সন্দেহে গ্রামবাসীদের উপর এলোপাথাড়ি গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। এই গুলিতে মৃত্যু হয় ১২ জন নিরীহ গ্রামবাসীর।
এই ঘটনা প্রসঙ্গে অমিত শাহ বলেন, ‘গত ৪ ঠা ডিসেম্বর বিকেলে সন্দেহ করেই ঘটনাস্থলে অভিযান চালায় সেনাবাহিনীরা। সেই সময় আচমকাই অভিযান স্থলে একটি গাড়ি চলে আসে। সেটিকে থামানোড় চেষ্টা করা হলেও, গাড়িটি না থেমে সেখান থেকে পালিয়ে যায়। আর তাতেই আরও বেশি করে সন্দেহ দানা বাঁধে’।
6 out of the 8 people in vehicle died. It was later found to be a case of mistaken identity. 2 others who were injured were taken to nearest health centre by Army. After receiving news of this, local villagers surrounded the Army unit, set 2 vehicles on fire & attacked them: HM pic.twitter.com/ClNJBD2ZPM
— ANI (@ANI) December 6, 2021
অমিত শাহ আরও বলেন, ‘এরপর ওই গাড়িতে বিদ্রোহীরা রয়েছে বলে সন্দেহ হওয়ায়, সেটা লক্ষ্য করে গুলি চালায় সেনারা। আর এই ঘটনায় গাড়িতে থাকা ৮ জনের মধ্যে ৬ জন মারা যায় এবং বাকিরা আহত হন। বুঝতে পেরে আহতদের সেনারাও হাসপাতালে নিয়ে যায়। ওই গাড়িটিকে বিদ্রোহীদের গাড়ি বলে ভুল হওয়াতেই, তাঁরা গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়’।
এদিনের ঘটনার পর গ্রামবাসীরা সেনাদের গাড়ি দুটি ধরে আটক করে জ্বালিয়ে দেয়। আর তারপর হামলা করায় একজন সেনা প্রাণও হারায় এবং বেশ কয়েকজন আহতও হন। আবার হামলাকারীদের থামাতে গুলি চালালে তাতে করে আরও ৭ জন প্রাণ হারান। নাগাল্যান্ডের এই ঘটনা প্রকাশ্যে আসার পর জাতীয় রাজনীতিতে তুমুল হইহট্টগোল শুরু হয়।
এই ঘটনার তীব্র নিন্দা করে সোমবারই তৃণমূলের প্রতিনিধি দল সেখানে যাওয়ার কথা থাকলেও, তা পরবর্তীতে বাতিল হয়ে যায়।