পাকিস্তান হাতে ধরিয়েছিল বোমা আর পাথর,আর অমিত শাহ্ লাদাখের উন্নয়নে দিচ্ছে ৫০ হাজার কোটি টাকা

 

বাংলা হান্ট ডেস্কঃ  ৩৭০ ধারা বিলোপ এরপর থেকেই কাশ্মীরে যেন একটা অন্য হাওয়া বইছে। আর সেখানে গা ভাসিয়ে উন্নয়ন। উন্নয়ন কিভাবে হবে তা নিয়ে বিরোধীদের অনেকেই কটাক্ষ করেছিল। কিন্তু উন্নয়নের সত্যিই এবার হতে চলেছে তা অমিত শাহো বুঝিয়ে দিলেন। তার বক্তব্য কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে। রবিবার লাদাখের রাজধানী লেহতে উইন্টার গ্রেড ডিজেল বিক্রির উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, লাদাখের উন্নয়নের জন্য ৫০ হাজার কোটি টাকা খরচ করা হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শক্তি, সৌরশক্তি, শিক্ষা ও পর্যটন ক্ষেত্রের উন্নয়নে এই টাকা বিনিয়োগ করা হবে।”

IMG 20191125 WA0121

 

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উইন্টার গ্রেড ডিজেল বিক্রির উদ্বোধন করেন অমিত শাহ। আর এই ডিজেলের রয়েছে একটি বিশেষ কার্যকারিতা।প্রথমবার ভারতে উইন্টার গ্রেড ডিজেল বিক্রি শুরু হল। আপাতত এর বিক্রি শুধুমাত্র শীতের সময় লাদাখের লেহ ও কার্গিল এবং হিমাচল প্রদেশের কেলং ও কাজায় সীমাবদ্ধ থাকবে। এর সাথে সাথে তিনি অন্যান্য বিষয়গুলো কেউ তার চিন্তাভাবনা রয়েছে বলে জানান এই ডিজেলের বিশেষত্ব হল সহজে জমে যায় না। অন্যদিকে, সাধারণ ডিজেল বেশি ঠান্ডায় জমে যায়। উইন্ডার গ্রেড ডিজেল মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াসেও জমবে না।

সম্পর্কিত খবর