বহু প্রতীক্ষিত নাগরিকপঞ্জি বিল,বুক চিতিয়ে অমিত শাহ দিলেন জবাব

 

বাংলা হান্ট ডেস্ক : লোকসভায় বিল পাস নিয়ে তুমুল হৈচৈ শুরু হয়। কিন্তু আগেই ধারণা ছিল এই ব্যাপারে সমর্থন দেবে না বিরোধীরা। বিরোধীদের প্রবল হই হট্টগোলের মধ্যেই লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্যের মধ্যেই তুমুল হট্টগোল শুরু করে দেন বিরোধীরা। বিলের বিরোধিতা করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি।
তবে অমিত সাহা ও এই বিল নিয়ে যথেষ্ট চাপে ছিলেন।

বিরোধীদের বোঝাতে গিয়ে অমিত শাহ বললেন, “বিলে কী রয়েছে তা পরে আলেচনা হবে। আগে বিল পেশ হোক। এনিয়ে বিতর্ক ও আলোচনার জন্য যথেষ্ট সময়ও দেওয়া হবে। তখনই সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। সেই সময় আবার দয়া করে ওয়াকআউট করবেন না। আপনারা যে বলছেন এই বিল সংখ্যালুঘ স্বার্থের বিরুদ্ধে তা আদপেই সঠিক নয়। এই বিল ১ শতাংশও সংখ্যালঘু বিরোধী নয়। পেশ হলেই সেটা বোঝা যাবে।”

IMG 20191120 173842 2

এবার প্রশ্ন হচ্ছে যে আসামে যখন এনআরসি হয়েছিল তখন কিন্তু বাদ গিয়েছিল প্রচুর হিন্দু। আর সেখানে আশঙ্কা যাচ্ছে হিন্দুদের মধ্যে যে এবার তারা কোন সমস্যার মুখোমুখি হতে চলেছে। কিন্তু সেখানে আশ্বাস মতোই প্রায় বক্তব্য রাখেন অমিত শাহ। আর বিধানসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গের ফলাফল দেখা গেল তাতে কিন্তু এনআরসি বিষয়ে অনেকটাই পিছিয়ে গিয়েছে বিজেপি। আর সেখানেই বিজেপির অন্দরমহলের নিচুতলার কর্মীরা সিঁদুরে মেঘ দেখছেন। কিন্তু এ নিয়ে পুরোপুরি আশঙ্কা উড়িয়ে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারা বলেছেন যেভাবে বিল আনা হবে তা সমস্ত নাগরিকদের সুরক্ষার জন্যই আনা হবে। এবং তা নিয়ে চিন্তার কোন কারণ নেই।

সম্পর্কিত খবর