বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) বৃহস্পতিবার অরুনাচল প্রদেশের (Arunachal Pradesh) সফরে পৌঁছেছেন। স্বরাষ্ট্র মন্ত্রীর এই সফরে প্রতিবেশী দেশ চীন (China) রেগে লাল, আর ওনার এই সফরের বিরোধিতাও করেন তিনি। চীন লাগাতার অরুনাচল প্রদেশে নিজেদের অধিকার দাবি করে, আর ভারত তাঁদের মোক্ষম জবাব দিয়ে বারবার তাঁদের দাবি খারিজ করে।
বৃহস্পতিবার চীনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র অমিত শাহ এর এই যাত্রা নিয়ে বয়ান দেন, আর উনি এই সফরের বিরোধিতা করেন। চীনের বিদেশ মন্ত্রালয় অনুযায়ী, অরুনাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ আর যতদিন না এই সমস্যার সমাধান হয়, ততদিন রাজনৈতিক যাত্রা বন্ধ করা উচিৎ।
আপনাদের জানিয়ে দিই, অরুনাচল প্রদেশের আজ পূর্ণ রাজ্য দিবস। ২০ ফেব্রুয়ারি অরুনাচল প্রদেশকে রাজ্যের তকমা দেওয়া হয়েছিল। আর এই অবসরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অরুণাচলের ইটানগর পৌঁছান আর উৎসবে যুক্ত হন। অমিত শাহ এর আগেও অনেক নেতার যাত্রা নিয়ে চীন প্রশ্ন তুলেছিল।
চীনের বিদেশী মুখপাত্র বলেন, চীনের সরকার কখনো অরুণাচলকে রাজ্য হিসেবে স্বীকৃতি দেয়নি। ভারতীয় নেতাদের সেখানে যাওয়া থেকে বিরত থাকা উচিৎ। তিনি বলেন, এইরকম সফর দুই দেশের সম্পর্কে চীর ধরাতে পারে। উল্লেখ্য, শুধু আরুনাচল প্রদেশই না চীনের সীমার কাছে থাকা অনেক এলাকায় চীনের সেনা অবৈধ ভাবে ঢুকে পড়ে। আর এই কারণে ভারত আর চীন অনেকবার সামনা সামনি হয়েছে।