স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠকে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী! সাক্ষাৎ শাহ-মমতার? তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ আগামী সপ্তাহ তথা ২৭ এবং ২৮ শে অক্টোবর হরিয়ানায় (Hariyana) দেশের সকল স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ বৈঠক, যার প্রধান হিসেবে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই বৈঠকেই এবার আমন্ত্রণ জানানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তবে এই বৈঠকে শেষ পর্যন্ত অমিত-মমতা সাক্ষাৎ হয় কিনা, সেদিকে তাকিয়ে সকলে।

সূত্রের খবর, আগামী সপ্তাহের বৈঠকে দেশের প্রতিটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুলিশ কর্তা এবং সচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে। এক্ষেত্রে আধা সেনা, সীমান্ত রক্ষী বাহিনী এবং পুলিশ সহ বেশ কয়েকটি বিভাগ নিয়ে আলোচনা করা হতে চলেছে। উক্ত বৈঠকে প্রতিটি রাজ্যের ন্যায় আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে হরিয়ানার এই বৈঠকে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন কিনা, সেই বিষয়ে স্পষ্ট কোন ধারণা মেলেনি।

আগামী ২৭ এবং ২৮ অক্টোবর হরিয়ানা রাজ্যের সুরজকুণ্ড এলাকায় এই বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে। এক্ষেত্রে কেন্দ্র বনাম তৃণমূল কংগ্রেস দ্বন্দ্ব ভুলিয়ে শেষ পর্যন্ত অমিত-মমতা সাক্ষাৎ হয় কিনা, সেটাই বর্তমানে মূল প্রশ্ন হয়ে উঠেছে। এক্ষেত্রে অপর একটি সম্ভাবনার কথা উঠে আসছে এবং সেটি হল, হরিয়ানাতে না পৌঁছালেও সম্ভবত ভিডিও কনফারেন্সের দ্বারা কলকাতা থেকে বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বলে রাখা ভালো, আগামী ২৭শে অক্টোবর গোটা বাংলায় ভাইফোঁটা উৎসব পালন করা হতে চলেছে। এই উৎসবকে কেন্দ্র করে মমতার কালিঘাটের বাড়িতে সকাল থেকেই একাধিক নেতা মন্ত্রীদের যাতায়াত লেগে থাকে। সকলকে ফোঁটা দেওয়ার পাশাপাশি বেশ ধুমধাম করে এই উৎসব পালন করেন মমতা। এক্ষেত্রে সশরীরে হরিয়ানাতে না পৌঁছালেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীর যোগদান করার সম্ভাবনা প্রবল।

Untitled design 60

এক্ষেত্রে সীমান্ত রক্ষী বাহিনী তথা বর্ডার সিকিউরিটি ফোর্স প্রসঙ্গে অতীতেও একাধিক সময় কেন্দ্র বনাম রাজ্যের দ্বন্দ্ব বেঁধেছে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর থেকে এই কাণ্ডে বিএসএফের দিকে ঘুরিয়ে অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূল নেতা মন্ত্রীরা। আবার অপরদিকে, তাদের কার্যকারিতা বাড়ানো প্রসঙ্গেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত চরমে। ফলে আগামী সপ্তাহের বৈঠকে শেষ পর্যন্ত বাংলার ভূমিকা কি হয়, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর