বাংলা হান্ট ডেস্কঃ অসমে রাষ্ট্রীয় জনসংখ্যা রেজিস্টার (NRC) নিয়ে বিতর্কের ঝড় ওঠার পর এখন পশিমবঙ্গ আর কেন্দ্র সরকারের মধ্যে NRC নিয়ে টানাপোড়েন চলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথম থেকেই NRC এর বিরোধিতা করে আসছে। আরেকদিকে কেন্দ্রের বিজেপি সরকার জানিয়েছে যে, যে করেই হোক NRC পশ্চিমবঙ্গে লাগু করতে হবে। আর এই NRC ইস্যু নিয়ে আগামী সপ্তাহে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অমিত শাহ ১লা অক্টোবর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে NRC নিয়ে ভাষণ দেবেন। এর আগে তিনি কাশ্মীর থেকে ৩৭০ ধারা আর ৩৫-এ তুলে দেওয়া নিয়ে মহারাষ্ট্রের মুম্বাইতে ভাষণ দিয়েছিলেন।
Union Home Minister Amit Shah to speak on National Register of Citizens (NRC) and Citizenship Amendment Bill at Kolkata's Netaji Indoor Stadium on October 1. (file pic) #WestBengal pic.twitter.com/RpygdCwMmA
— ANI (@ANI) September 24, 2019
গত সপ্তাহে তিন দিনের দিল্লী সফরে গেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সাথে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দুজনের সাথে NRC নিয়ে কথাবার্তা বলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অমিত শাহ এর কাছে লিখিত আবেদন জমা দিয়ে NRC তে কিছু ছাড় দেওয়ার কথা জানিয়েছিলেন।
দিল্লী থেকে ফেরার পর সোমবার মমতা ব্যানার্জী কলকাতায় বাণিজ্য সন্মেলনে অংশ নেন। সেখানে তিনি বিজেপির উপর একের পর এক আক্রমণ করে যান। উনি বিজেপির উপর অভিযোগ করে বলেছিলেন যে, NRC নিয়ে বিজেপি রাজ্যে ভয়ের আবহাওয়া তৈরি করছে। আর বিজেপির কারণে এখনো পর্যন্ত রাজ্যে ছয় জনের মৃত্যু হয়েছে। মমতা ব্যানার্জী গতকাল বলেছেন যে, উনি থাকতে এই রাজ্যে কখনো NRC লাগু হতে দেবেন না।