নেপাল এবং শ্রীলঙ্কায় বিজেপি সরকার গঠনের পরিকল্পনা করছেন অমিত শাহ, দাবি বিপ্লব দেবের

বাংলাহান্ট ডেস্কঃ হাস্যকর মন্তব্যের জেরে আবারও সংবাদ শিরোনামে উঠলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (biplab deb)। তাঁর দাবি, ভারতে বিজেপি প্রাধান্য ছেয়ে যাওয়ার পর নেপাল এবং শ্রীলঙ্কায় বিজেপি সরকার গড়ে তুলবেন অমিত শাহ। ত্রিপুরা সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এমন আলোচনা করেছেন বলে দাবি তাঁর।

রাজনৈতিক শিবিরে বিতর্কিত মন্তব্যকারীদের তালিকায় তাঁর নামও রয়েছে। বহুবার নানারকম বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে হাস্যস্পদ তৈরি করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এবার তাঁর দাবি, নেপাল এবং শ্রীলঙ্কায় বিজেপি সরকার গড়ে তোলার আলোচনা করেছেন অমিত শাহ।

qqnzfzgppq 1524283351

মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কথায়, ‘বিভিন্ন দেশে কমিউনিস্ট সরকারের রাজ চলায়, কমিউনিস্টরা নিজেদের বিশ্বজোড়া দল বলে মনে করে। কিন্তু বর্তমানে বিজেপি বিশ্বের বৃহত্তম দলে পরিণত হয়েছে। ত্রিপুরা সফরে এসে আগরতলায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছেন- এখন নেপাল এবং শ্রীলঙ্কার দিকে বেশি করে নজর রাখা হচ্ছে’।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধীরা বিভিন্ন ভাবে আক্রমণ করছেন বিপ্লব দেবকে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তাপস দাসের কথায়, ‘সাম্রাজ্যবাদী চিন্তায় ভারত বিশ্বাস করে না। কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মধ্যে জাতীয়তাবাদ বিরোধী সাম্রাজ্যবাদী মানসিকতার প্রকাশ পাওয়া যাচ্ছে। নেপাল এবং শ্রীলঙ্কার মত সার্বভৌমত্ব দুটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা ঠিক হবে না বলেই মনে করি। আমার মনে হয় বিপ্লব দেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত’।

অন্যদিকে প্রাক্তন সিপিআইএম সাংসদ জীতেন্দ্র চৌধুরী বিপ্লব দেবকে কটাক্ষ করে বলেন, ‘বহির্বিশ্বের কোন দেশের অভ্যন্তরীণ ও বিদেশনীতির উপর হস্তক্ষেপ করা বোঝায় মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য। এই বিষয়ে জবাব দিহি করতে হবে বিজেপি ও প্রধানমন্ত্রীকে’।


Smita Hari

সম্পর্কিত খবর