বুলেট প্রুফ সুরক্ষা ছাড়াই এখানে দাঁড়িয়ে আছি, কাশ্মীর থেকে সন্ত্রাসীদের চ্যালেঞ্জ অমিত শাহের

বাংলা হান্ট ডেস্কঃ তিনদিনে জম্মু কাশ্মীরের সফরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ ওনার ভূস্বর্গে শেষ দিন। আর এই দিনে তিনি একটি জনসভায় ভাষণ দেন। জনসভায় অমিত শাহ বলেন, আগস্ট মাসের পর কারফিউ যদি জারি না করা হত, আর ইন্টারনেট যদি বন্ধ না করা হত, তাহলে কাশ্মীরের যুবকরাও মরত। কাশ্মীরের যুবকদের বিভ্রান্ত করা হচ্ছে। কাশ্মীরের জনতারও ততটাই অধিকার রয়েছে, যতটা আমাদের রয়েছে।

অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হৃদয়ে রয়েছে জম্মু কাশ্মীর। উনি সবমসয় এখানকার কথা বলেন। জম্মু কাশ্মীরের উন্নয়নে কেও বাধা হয়ে দাঁড়াতে পারবে না। পাকিস্তানের বদলে উপত্যকার মানুষের সঙ্গে কথা বলব। অমিত শাহ বলেন, অনেকেই বলেছিল ৩৭০ ধারা তুলে নেওয়ার পর কাশ্মীরিদের ভূমি ছিনিয়ে নেওয়া হবে। এটা সত্য না। আসলে ওঁরা উন্নয়নের রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে চায়। নিজেদের ক্ষমতা বাঁচিয়ে রাখতে চায়। ৭০ বছর ধরে যেই দুর্নীতি করে এসেছে, সেটাকেই জারি রাখতে চায়। ৭০ বছরের দুর্নীতি রোধের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Amit Shah kashmir

অমিত শাহ বলেন, ৫ আগস্টের পর ইন্টারনেট বন্ধ না করলে কিছু মানুষ কাশ্মীরি যুবকদের বিভ্রান্ত করে তাঁদের মৃত্যুর মুখে ঠেলে দিত। যারা কাশ্মীরে উন্নয়নের বাধা হয়ে দাঁড়াবে তাঁদের ছাড়া হবে না। অমিত শাহ বলেন, আপনারা সবাই নিজের মন থেকে আতঙ্কে ছুঁড়ে ফেলে দিন। স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসীদের সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘বুলেট প্রুফ জ্যাকেট ছাড়াই এখানে দাঁড়িয়ে আছি।”

Koushik Dutta

সম্পর্কিত খবর