খড়গপুরে অমিত শাহের রোড শোয়ে জনপ্লাবন, ভিড় দেখে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ২০০ আসন পাক্কা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসম সফর সেরে আজ পশ্চিমবঙ্গ সফরে আসেন। রাজ্যে এসে তিনি খড়গপুরে একটি রোড শো করেন। খড়গপুরের রোড শোয়ে জনপ্লাবন দেখে অভিভূত স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি জনতার ঢেউ দেখে বলেন, এবার ২০০ আসন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে। তিনি বলেন বাংলার মানুষ পরিবর্তন চায়।

 

খড়গপুর সদরের বিজেপির প্রার্থীর হিরণ চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমে অমিত শাহ বলেন, বাংলার মানুষ এবার আসল পরিবর্তন চায়। খড়গপুরে বিজেপির কর্মী-সমর্থকদের ভিড় দেখে অমিত শাহ বলেন, রাজ্যে পরিবহনের আবহ তৈরি হয়ে গেছে। তিনি বলেন, এই ভিড়ই বুঝিয়ে দিচ্ছে যে বাংলার মানুস পরিবর্তন চায়। বাংলার মানুষ ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে।

X