অর্জুনের মৃত্যু নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, CBI তদন্ত চাইলেন খোদ অমিত শাহ

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের মাঝেই সাতসকালে কাশীপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করার ঘটনায় ফের রাজ্য রাজনীতির আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে। সুট-বুট পরা, কোমরে বেল্ট বেঁধে যে কেউ আত্মহত্যা করতে যায় না, এটা অন্তত সবারই জানা। তাই বিজেপি এই ঘটনাকে খুন বলেই অভিহিত করছে।

বর্তমানে অর্জুনের দেহ ঘিরে বিজেপি প্রতিবাদ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশও। আর এরই মাঝে বৈঠক স্থগিত করে নিহত অর্জুনের পরিবারের সঙ্গে দেখা করতে যান খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি সরাসরি বলেন যে, এটি রাজনৈতিক হত্যা ছাড়া কিছুই না। পাশাপাশি তিনি জানান যে, এই হত্যাকাণ্ড নিয়ে তার দফতর রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। তিনি এই ঘটনার তদন্তভার CBI-র হাতে তোলার দাবিও জানান।

   

অমিত শাহ ঘটনাস্থলে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে বলেন যে, রাজ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। এই হত্যার তদন্ত CBI করুক। অমিত শাহ বলেন, তৃণমূল সরকারের এক বছর পূর্ণ হয়েছে, আর এই এক বছরের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলের কর্মীরা খুন হচ্ছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর