বাংলা দখলের স্বপ্ন নিয়ে চলতি সপ্তাহে ফের রাজ্যে আসছেন অমিত শাহ, নির্ধারিত হল সময়সূচি

বাংলা হান্ট ডেস্কঃ আবারও রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপির সুত্রে জানা গিয়েছে যে, দুই দিনের জন্য রাজ্য সফরে আসতে পারেন তিনি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার হওয়ার পর এই প্রথমে রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে বিজেপির নেতা-কর্মীদের মধ্যে তুমুল উন্মাদনা।

amit shah caa

প্রাপ্ত খবর অনুযায়ী, এই সপ্তাহের ১৩ আর ১৪ তারিখ রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এর আগেও ওনার রাজ্য সফরে আসার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭ মার্চ ব্রিগেড সমাবেশের কারণে অমিত শাহের সফর পিছিয়ে দেওয়া হয়। নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ শেষ হতেই অমিত শাহের রাজ্য সফরসূচি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে বঙ্গ বিজেপি।

mamata amit shah 2

প্রসঙ্গত, একুশের নির্বাচনে বাংলাকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। বাংলা দখলের স্বপ্ন নিয়ে মাঠে নামছে বিজেপির নেতারা। আরেকদিকে, বাংলা দখলের জন্য একের পর এক কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে রাজ্যে আসছেন আর সভা করছেন। এখনও পর্যন্ত রাজ্য সফরে যেসব কেন্দ্রীয় নেতারা এসেছেন তাঁরা হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


Koushik Dutta

সম্পর্কিত খবর