লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের ‘এই’ আসন থেকে লড়তে পারেন অমিত শাহ! সামনে এল বড় খবর

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election)। শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। কারও কাছে ক্ষমতা ধরে রাখার লড়াই, আর কারও কাছে ক্ষমতা দখলের। লোকসভা আগে রাজ্যে যাতায়াত বাড়িয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। অমিত শাহ (Amit Shah) থেকে জেপি নাড্ডা, সাম্প্রতিক সময়ের একাধিকবার বাংলায় এসেছেন তারা। বিজেপি (BJP) সূত্রে খবর, লোকসভা নির্বাচনে এবার পশ্চিমবঙ্গ থেকে ভোটে লড়তে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই কারণেই বাড়তি তোড়জোড়।

গত কয়েক মাসে বেশ অনেকবার রাজ্যে পা রেখেছেন অমিত শাহ। বেঁধে দিয়েছেন আসনের লক্ষ্যমাত্রাও। সেই টার্গেট মাথায় রেখেই কাজ করছেন বঙ্গ বিজেপি নেতারা। শাহের বারংবার বাংলায় আসা বঙ্গ গেরুয়া শিবিরকে নিঃসন্দেহে আরও চাঙ্গা করে তুলেছে। তবে কেন ঘন ঘন বঙ্গ সফরে আসছিলেন মোদীর সেনাপতি, সেই বিষয়ে এবার কিছুটা আন্দাজ পাওয়া গেল।

গত অক্টোবর মাসে কলকাতায় লেবুতলা পার্কে দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন অমিত শাহ। ২৯ নভেম্বর ধর্মতলার সভা করেন। এরপর গত ২৫ ডিসেম্বর ফের কলকাতায় এসে দলীয় নেতা – কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন। গত রবিবারও বঙ্গ সফরে আসার কথা ছিল শাহের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে কর্মিসভাও করার কথা ছিল তার। তবে বিহারের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এরই মধ্যে শাহের পশ্চিমবঙ্গ থেকে লড়াইয়ে নামার খবর সামনে এল।

সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোনও আসন থেকে মনোনয়ন পেশ করতে পারেন অমিত শাহ। রাজ্যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। এবার সেই উত্তরবঙ্গ তথা গোটা রাজ্যে গেরুয়া ঝড় তুলতে ময়দানে নামতে পারেন অমিত শাহ। গান্ধীনগরের পাশাপাশি এবার এ রাজ্যের একটি আসন থেকেও মনোয়ন পেশ করতে পারেন শাহ।

amit f

আরও পড়ুন: এসে গেল ডেট! এই দিন ফের ৪ শতাংশ DA বাড়ছে সরকারি কর্মীদের! আপডেট দেখেই খুশি সকলে

প্রধানমন্ত্রীর কৌশলেই এবার ভোটের ময়দানে শাহ। দলীয় সূত্রে খবর, ২০১৯এর লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন নিজের রাজ্য গুজরাত ছেড়ে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিরাট জয় এনে দিয়েছিলেন, তেমনই এবার শাহের সাথে এ রাজ্যেও গেরুয়া ঝড় উঠতে পারে বলে মনে করছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব। তাই এবার পশ্চিমবঙ্গ থেকে লোকসভা ভোটে নামতে পারেন শাহ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর