উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য মোক্ষম পরিকল্পনা বানাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং ওনার স্বরাষ্ট্র মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের টিম উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের ঘর ওয়াপসির জন্য যুগান্তকারী রণনীতি বানাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পদস্থ সুত্র জানান, অমিত শাহ এই ব্যাপারে গত এক মাসে স্বরাষ্ট্র মন্ত্রকের কাশ্মীরি ডিভিশন এর প্রধান আধিকারিকদের সাথে বেশ করেকবার বৈঠক করে ফেলেছেন। অমিত শাহ জম্মু কাশ্মীরে সক্রিয় রণনীতির সাথে বাহারি এবং অন্দরের সন্ত্রাসবাদের সাথে মোকাবিলা করে কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন করাতে চান। ১৯৮৯ সালের পর থেকে কাশ্মীরে কট্টরপন্থী দের অত্যাচারে প্রায় তিন লক্ষ কাশ্মীরি পণ্ডিত তাঁদের ঘরবাড়ি ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছিল।

amit shah 1

সুত্র জানায় যে, কেন্দ্র সরকার উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের জন্য সুরক্ষিত বসবাস যোগ্য এলাকা বানানোর প্ল্যান করছে। এই পরিকল্পনা এর আগে ২০১৫ সালে কাশ্মীর সরকার দ্বারা নেওয়া পদক্ষেপের থেকেও বেশি কার্যকারী হবে। পুনর্বাসন যোজনা ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রী কল্যাণকারী যোজনা গুলোতেও নজর রাখছেন। বিশেষ করে সন্ত্রাসবাদ প্রভাবিত রাজ্যে বসবাসকারী বিধবা, সন্ত্রাসবাদের শিকার হওয়া মানুষ, বিকলাঙ্গ আর প্রবীণ নাগরিক সম্বন্ধিত কল্যাণমূলক পরিকল্পনা গুলোতে বেশি করে নজর রাখা হচ্ছে। জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক শুক্রবার আভাস দিয়েছেন যে, উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় রণনীতি বানাচ্ছে।

pandit

রাজ্যপাল এই ব্যাপারে আশ্বস্ত যে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খুব শীঘ্রই এই পরিকল্পনার ঘোষণা করা হবে। সুত্র জানায় যে, আগামী মাসে অমরনাথ যাত্রা শেষ হলেই, সরকার তাঁদের পরিকল্পনার ঘোষণা করবে। সরকারের এই পরিকল্পনা কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত হতে চলেছে। কাশ্মীরি পণ্ডিতেরা বিগত তিন দশক ধরে নিজেদের পুনর্বাসনের জন্য সুরক্ষিত নীতির অপেক্ষা করছে। এর আগে লোকসভাতে ১৬ই জুলাই এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র রাজ্য মন্ত্রী জি. কিষাণ রেড্ডি বলেছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯২০ কোটি টাকা কাশ্মীরের জন্য ঘোষণা করে ৬০০০ ট্রান্সিট আবাসের নির্মাণের মঞ্জুরি প্রদান করেছেন।

Kashmiri Pandits

কেন্দ্র সরকার প্রত্যেক প্রবাসী পরিবারকে প্রতিমাসে ১৩ হাজার করে ত্রান দিচ্ছে। সুত্র জানায় যে, স্বরাষ্ট্র মন্ত্রক কাশ্মীরের রাজ্যপাল এবং ওনার উপদেষ্টাদের রাজ্যে দুর্নীতি বিরোধী তদন্তের আওতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র অনুযায়ী, কিছু রাজনেতাদের সাহাজ্যে দুর্নীতিগ্রস্ত অফিসারেরা জনকল্যাণমূলক আর উন্নয়নের প্রকল্পের অর্থ নয়-ছয় করছে। সুত্র জানায় যে, স্বরাষ্ট্র মন্ত্রী পুলিশ আর পুলিশ আর প্রশাসনকে আলগাঁওবাদী নেতা আর তাঁদের সমর্থকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর