মহারাজের বাড়িতে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসেই নৈশভোজ সারলেন দাদা! পরিবেশনে ডোনা

বাংলা হান্ট ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজ সারলেন। কলকাতায় সৌরভের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন শাহ। আচমকাই এই নৈশভোজে জল্পনা উঠেছিল যে, সৌরভ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন! তবে খোদ মহারাজ সেই জল্পনায় জল ঢালেন।  গত বছরও সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা উঠেছিল, তখনও সৌরভ রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন।

এই সাক্ষাৎকে নিছকই সৌজন্য সাক্ষাৎ বলে অভিহিত করেছেন মহারাজ। তিনি বলেন, অমিত শাহ তাকে অনেক দিন ধরেই চেনেন। তিনি শুধু দেখা করতে এসেছেন। বলে দিই, আজকের এই নৈশভোজে অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। এক টেবিলে বসে খাবার খান সৌরভ, অমিত শাহ, শুভেন্দু অধিকারী এবং পরিবারের বাকি সদস্যরা। খাবার পরিবেশন করেন সৌরভ জায়া ডোনা গাঙ্গুলি।

খবর অনুযায়ী, অমিত শাহ নিজেই সৌরভ গাঙ্গুলির বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর নৈশভোজের কথা হয়। দুই পক্ষই এটিকে অ-রাজনৈতিক বৈঠক বলছে। তা সত্ত্বেও, রাজনৈতিক মহলে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে, কারণ বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সৌরভ গাঙ্গুলিকে তুলে ধরতে চেয়েছিল। কিন্তু তা হয়নি।

Koushik Dutta

সম্পর্কিত খবর