বাংলা হান্ট ডেস্কঃ আজ দ্বিতীয় দফার নির্বাচনের প্রচার অভিযান শেষ হচ্ছে। আর প্রচারের শেষ দিনে গেরুয়া ঝড় তুলতে আজ রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকের এই বঙ্গ সফরে প্রথমে তিনি নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে রোড শো করেন। এছাড়াও আজ ডেবরা এবং পাঁশকুড়ায় একটি করে রোড শো করবেন তিনি। তিনটি রোড শো করার পর দক্ষিণ ২৪ পরিগনা জেলার ডায়মন্ড হারবারে একটি জনসভা করবেন শাহ।
আজ নন্দীগ্রামের ভেটুরিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত রোড শো করেন অমিত শাহ। এরপর তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। রোড শোয়ে উপচে পড়া ভিড় দেখে অভিভূত হয়ে অমিত শাহ সাংবাদিক বৈঠকে বলেন, নন্দীগ্রামে বিশাল মার্জিনে জিতবেন শুভেন্দু অধিকারী।
আরেকদিকে, একই সময়ে নন্দীগ্রামের বাশুলিচকে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই সভা থেকে আবারও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের বাইরে থেকে গুন্ডা এনে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি। নির্বাচন কমিশন বিজেপিকে সুযোগ করে দিতেই রাজ্যে ৮ দফায় নির্বাচন ফেলেছে।
West Bengal Chief Minister and TMC leader Mamata Banerjee leads a 'padyatra' in Bhagabeda of Nandigram. pic.twitter.com/Eu8AjGPJ0v
— ANI (@ANI) March 30, 2021
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নন্দীগ্রামের বাশুলিচকের জনসভা থেকে নন্দীগ্রামে তিনি কেন দাঁড়িয়েছেন সেটার খোলসা করেন। তিনি বলেন, ‘নন্দীগ্রামে কোনও বিধায়ক ছিল না, আর এই কারণেই আমি এখান থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিই।” শুভেন্দু অধিকারী আক্রমণ করে মমতা বলেন, নন্দীগ্রাম তোমায় অনেক কিছু দিয়েছে, আর তুমি ভোট পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই ছেড়ে চলে গেলে।