বাংলায় ক্ষমতায় আসার জন্য মাঠে নামছে বিজেপি, মার্চেই পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লী নির্বাচনে হারের পর বিজেপি (BJP) বাংলার (West Bengal) উপর বেশি জোর দিতে চলেছে। ২০২১ এ বাংলায় নির্বাচনের জন্য তাই এখন থেকেই প্রস্তুতি আরম্ভ করলো বিজেপি। মার্চ মাসেই বাংলায় আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনেক দিন ধরেই রাজ্যের বিজেপি সমর্থকরা তাঁকে রাজ্যে আসার আমন্ত্রণ জানান, কিন্তু বিভিন্নরকম অসুবিধা থাকায় তিনি আসতে পারেননি।

সিএএ পাশ করানোর জন্য রাজ্য বিজেপির তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গিয়েছে। কলকাতাতেই এই সভা হবে ঠিক করা হয়েছে। তবে সভার স্থান এখন পর্যন্ত ঠিক হয়নি বলে জানান রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিল্লীতে মুখ থুবড়ে পড়ার পর একুশের দিকেই তাকিয়ে আছে গেরুয়া শিবির।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এই সভা অনেকখানি প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেক রাজনৈতিকবিদ। তাই অমিত শহের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের বিজেপি সদস্যরা। সংশোধনী নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিজেপিরা। আর এই আইনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভাও করেন তাঁরা। এই বিষয়ে সাধারণ জনগণের মনে যাতে কোন দ্বিমত তৈরি না হয়, সেই দিকেও লক্ষ্য রাখছেন বিজেপি।

রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একাই বিভিন্ন দিকে ঘুরে ঘুরে সমাবেশ করে চলেছেন। তবে এই প্রচারকে আর জোরালো করে তুলতে রাজ্যে অমিত শাহকে নিয়ে আসছেন বিজেপিরা।
অমিত শাহের রাজ্যে আসা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্য বিজেপির তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় আসার জন্য অনুরোধ জানান হয়। এবার তিনি তাঁদের এই অনুরোধ গ্রহণ করে মার্চেই রাজ্যে আসতে চলেছেন। তবে তাঁর এই সভা কোথায় করা হবে এবং কিভাবে তা এখনও অবধি ঠিক করা হয়নি।

সম্পর্কিত খবর

X