গোটা দেশে NRC চালু হবে – অমিত সাহ

বাংলাHunt :অমিত শাহ গতকাল সংসদ ভবনে বলেন সারাদেশে এনআরসি চালু হবে এবং যত অনুপ্রবেশকারীর ভারতবর্ষে রয়েছে তারা ভারত থেকে চলে যাবে হবে । সাম্প্রতিক আসামে এনআরসি নিয়ে একাধিক বার চাপের মুখে পড়তে হয়

বিজেপি সরকারকে কিন্তু ক্ষমতায় আসার আগে দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে একাধিকবার জনসভায় বলেছেন যে তারা আসলে এনআরসি চালু হবে এবং সেই দিকে এগোচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদি এনআরসি চালু হয় তাহলে যারা ভারতে দীর্ঘদিন অনুপ্রবেশ হিসেবে যারা বসবাস করছে তারা ভারত থেকে বিতাড়িত হবে

708253 amit shah rajya sabhaএবং যারা বাংলাদেশ হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তারা যদি ভারতে আসতে চায় তাদেরকে পূর্ণ নাগরিকত্ব দেয়া হবে বলে জানাগেছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর