টার্গেট বাংলা, বুথস্তর গঠনের জন্য ১৫ ই জানুয়ারি অবধি সময় দিলেন বিজেপির চাণক্য অমিত শাহ

বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে টার্গেট বাংলা, এমনভাবেই এগোচ্ছে বঙ্গ বিজেপি (Bharatiya Janata Party)। বুথস্তরে সংগঠনকে আরও জোরালো করতে তাই এবার কোমর বেঁধে নেমে পড়লেন অমিত শাহ (amit shah)। নির্বাচনের পূর্বে তাই বাংলায় বারবার আসছেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বরা।

বিজেপিতে যোগ দিল তৃণমূলের একাধিক নেতৃত্ব
সেই ২০১৪ সালে উত্তরপ্রদেশে থেকে বিজেপির রাজত্বের সূচনা করে, এখন বাংলাকে টার্গেট করছেন অমিত শাহ। শনিবার দুপুরে তৃণমূলের একাধিক শীর্ষ স্থানীয় নেতৃত্ব বিজেপিতে যোগ দেওয়ার পর সন্ধ্যায় দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ।

IMG 20201220 112122

বৈঠক করলেন দলীয় সদস্যদের সঙ্গে
বুথস্তরে সংগঠন গড়ে তোলার লক্ষ্যে মুকুল রায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অমিত শাহ। বৈঠকে তিনি বলেন, ভোটের তালিকা মেলাতে হবে বাড়ি বাড়ি গিয়ে। আগামী ১৫ ই জানুয়ারির মধ্যে প্রত‍্যেকটি বুথে ৫ টি করে দেওয়াল লিখন করতে হবে।

টার্গেট বাংলা
টার্গেট এখন বাংলা। তৃণমূল থেকে প্রথম সারির নেতারা বিজেপিতে যোগদান করায় বাংলায় আরও ক্ষমতা বৃদ্ধি হল গেরুয়া শিবিরের। বাংলাকে গেরুয়াময় করে তুলতে জোরকদমে লেগে পড়েছে বিজেপি নেতৃত্বরা। প্রতি মাসেই তাই কখনও জেপি নাড্ডা, তো আবার কখনও অমিত শাহ তাই বাংলায় আসছেন। এমনকি ভোট না হওয়া পর্যন্ত এই আসা যাওয়া চলতে থাকবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, আগামী মাসে আবারও পৃথক পৃথক ভাবে বাংলা সফরে আসবেন বিজেপির এই দুই মহান ব‍্যক্তিত্ব। তবে এবার দুদিন নয়, বাংলা সফরে আসবেন তিনদিনের জন্য।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর