কোনও সরকারই সন্মান দেয়নি, তৃণমূল ও না! বিজেপি দিয়েছে! জানালো ক্ষুদিরামের পরিবার

Last Updated:

স্বামী বিবেকানন্দের (swami vivekananda) জন্মভিটার পাশাপাশি আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (amit shah) গেলেন অগ্নিযুগের দামাল ছেলে ক্ষুদিরাম বসুর (khudiram bose) বাড়ি৷ সেখানে ক্ষুদিরামের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। দেখা করেন বসু পরিবারের সদস্যদের সাথে। অমিত শাহ এদিন সম্মাননা জানান বসু পরিবারের সদস্য গোপাল বসুকেও।

স্বরাষ্ট্র মন্ত্রীর কাছ থেকে এই সম্মান পেয়ে আপ্লুত গোপাল বসু, তিনি বলেন ‘ বিজেপি আমাদের কিছুটা শ্রদ্ধা দিয়েছে। পূর্ববর্তী কোনও সরকার আমাদের এধরনের বিষয়ে কখনও সমর্থন করে নি। এমনকি তৃণমূল কংগ্রেসও নয়”।

শুক্রবার রাতেই বাংলায় পা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বাংলার মানুষকে বিজেপির মন্ত্রে দীক্ষিত করতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। সেইমতই নির্বাচনের পূর্বে প্রতিমাসে বাংলায় আসছেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বরা।

দুদিনের বাংলা সফরের এবার এলেন বিজেপির চাণক্য তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত কর্মসূচী অনুসারে ইতিমধ্যেই উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়িতে পৌঁছে যান অমিত শাহ। তাঁর সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় প্রমুখরা।

স্বরাষ্ট্রমন্ত্রীকে চা পানের জন্য অনুরোধ করেছেন সেখানকার মহারাজরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসার উপলক্ষে সেখানে স্বামী বিবেকানন্দর মূর্তি সাজানো হয়েছে ফুল মালা দিয়ে। অমিত শাহর কাটআউট লাগানো হয়েছে গোটা এলাকা জুড়েই। সেখানে স্বামীজির মূর্তিতে মালা পরিয়ে তাঁর জন্মস্থান ঘুরে দেখেছেন অমিত শাহ।

 

X