“পাকিস্তানে গিয়ে রামের নাম নিতে হবে?” ঃ অমিত শাহ

 

বাংলা হান্ট ডেস্ক : দেশে এখন শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব অর্থাৎ লোকসভা নির্বাচন। এই অবস্থায় সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কতটা চাপে রয়েছে তা নিশ্চয়ই আর বলতে বলতে বাকি রাখে না। গতকাল পঞ্চম দফায় ভোট হয়ে গিয়েছে দেশে।

 

ঘাটালের এক জনসভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, “এখন বাংলায় রামের নাম নিলে গ্রেফতার করা হচ্ছে। রামের নাম ভারতে নেওয়া হবে না তো কি পাকিস্তানের নেওয়া হবে?

f8ba5 img 20190507 221927

আমাদের এখানকার প্রার্থী ভারতী ঘোষকে মমতা দিদি বেশি ভালোবাসেন কারণ তিনি দিদির অর্ডার মানতে রাজি হননি। তাই তাকে দেখে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। “

সম্পর্কিত খবর