ওপরে অমিত শাহ, নীচে রবীন্দ্রনাথ! শান্তিনিকেতনে বিজেপির ফেস্টুন ঘিরে তুঙ্গে বিতর্ক

গেরুয়া রঙের ফেস্টুনের ওপরে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (amit shah) আর ঠিক তার নীচেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath tagore), শান্তিনিকেতনে এমনই কাটআউট ঘিরে এই মুহুর্তে তুঙ্গে বিতর্ক। বাংলার সংস্কৃতির অপমান বলে তোপ দেগেছে তৃণমূল, পালটা ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছে বিজেপিও।

IMG 20201218 WA0002

   

বিজেপি বাংলার সংস্কৃতির অপমান করছে শাসক দল তৃণমূলের এই অভিযোগ বহুদিনের। সম্প্রতি সুব্রাহ্মণ স্বামীর জাতীয় সংগীত বদল চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সেই বিতর্ক ফের একবার উস্কে দিয়েছিল। এবার শান্তিনিকেতনে বিজেপির এই ফেস্টুন সেই বিতর্কেই যেন ঘৃতাহুতি দিল।

রবিবার শান্তিনিকেতন আসছেন অমিত শাহ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসবেন তিনি। তার আগেই বিভিন্ন পোস্টার ও ফেস্টুনে ঢেকে গোটা বোলপুরকে ঢেকে ফেলেছে বিজেপি। তারই একটিতে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নীচে রয়েছে এশিয়ার প্রথম নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। শান্তিনিকেতন সংস্কৃতি বিকাশ সমিতি নামের একটি অরাজনৈতিক মঞ্চের পক্ষ থেকে লাগানো এই পোস্টার ঘিরে উঠেছে নিন্দার ঝড়। সমালোচনা করছেন আশ্রমিক থেকে সাধারণ মানুষ সকলেই।

রাজ্যের শাসক দলের বিধায়ক ও রাজ্যের কৃষিমন্ত্রীও এই ঘটনায় তোপ দেগেছেন । তিনি বলেছেন, বাংলার সংস্কৃতিকে অসম্মান করা হয়েছে। এটা বিজেপির কাজ। ইতিমধ্যেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে বিজেপিও। বোলপুরের বিজেপি সাংসদ অনুপম হাজরা মন্তব্য করেছেন, ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র নিয়েই এই কাজ করেছে তৃণমূল।

বিজেপির বিরুদ্ধে বাংলার সংস্কৃতিকে অপমান করার তৃণমূলের এই অভিযোগ অবশ্য নতুন নয়৷ এর আগেও বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে নানান ঘটনায় একই অভিযোগ এনেছিল রাজ্যের শাসক দল।

 

সম্পর্কিত খবর