দুই তৃতীয়াংশ আসন দখল করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসব আমরাঃ অমিত শাহ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ কলকাতায় শহীদ মিনারে জনসভায় অংশ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কলকাতার শহীদ মিনারে ‘আর নয় অন্যায়” এর জনসভা থেকে মমতা ব্যানার্জীকে উৎখাতের ডাক দেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

ঋষি অরবিন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমেত বাংলার মহর্ষিদের নাম নিয়ে তাঁদের সন্মান জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন অমিত শাহ। বক্তব্যের শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কড়া ভাষায় আক্রমণ করেন অমিত শাহ।

উনি পশ্চিমবঙ্গের মানুষকে বিগত লোকসভায় ৪২ এর মধ্যে ১৮ টি আসন দেওয়ার জন্য ধন্যবাদ জানান। লোকসভা ভোটের কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, এবার বাংলার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে বিজেপি। মমতা ব্যানার্জীর কুশাসন থেকে বাংলাকে একমাত্র মুক্তি দিতে পারবে বিজেপি।

তিনি অবৈধ অনুপ্রবেশের ইস্যু তুলে বলেন, আর নয় অনুপ্রবেশ। বিজেপির সরকার গড়লে রাজ্যে সিন্ডিকেট, বেকারত্ব ঘুচিয়ে দেবেন বলে জানান তিনি। অমিত শাহ রাজ্যে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসার কথাও বলেন।

সম্পর্কিত খবর

X