বাংলাহান্ট ডেস্কঃ মানুষ যদি লকডাউন অবস্থা অমান্য করে, প্রয়োজন হলে আধা সামরিক বাহিনীর (Paramilitary forces) সাহায্য নিতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন অমিত শাহ (Amit Shah)। দেশে করোনা (COVID-19) পরিস্থিতি যাতে তৃতীয় পর্যায়ে পৌঁছাতে না পারে, তাঁর জন্য দেশ জুড়ে জারী করা হয়েছে লকডাউন ব্যবস্থা। বিশ্বের এই সংকটময় পরিস্থিতিতেও কিছু মানুষ প্রয়োজন ছাড়াই উদ্দ্যেশ্যেহীন ভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। লকডাউন অমান্য করে অনেকেই বেড়িয়ে পড়ছেন রাস্তায়। তাই এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী চাইলে রাজ্যে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে পারেন জানালেন অমিত শাহ।
রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখনও অবধি আক্রান্তের সংখ্যা ১৫ এবং মৃতের সংখ্যা ১। এই পরিস্থিতিতে লকডাউনের বিধি নিষেধ মানছেন না কিছু মানুষ, এমন অভিযোগ পৌঁছেছে কেন্দ্রের কাছে। এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এবং অমিত শাহ তাঁকে জানান, ”মানুষ যদি লকডাউন অবস্থা অমান্য করে, তাহলে আধা সামরিক বাহিনী নামাতে হবে। এবিষয়ে একদমই ইতস্তত করবেন না, প্রয়োজন হলেই জানাবেন।”
রাজ্যের করোনা পরিস্থিতি সম্বন্ধে জানতে প্রধানমন্ত্রীও ফোন করেছিলেন মুখ্যমন্ত্রীকে। রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সন্তোষপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। যেকোনো রকম প্রয়োজন হলে কেন্দ্রকে জানানোর কথা বলেন তিনি। এমনকি প্রধানমন্ত্রীর গৃহিত আর্থিক প্যাকেজের জন্য তাঁকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।
বর্তমানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পশ্চিমবঙ্গে লকডাউন ও করোনা প্রাদুর্ভাব দেখার দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য তিনি মুখ্যমন্ত্রীকে ফোনও করেন। করোনা বিষয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয় এবং তিনি সাহায্যের আশ্বাসও দিয়েছেন।