শেষ হবে আরবান নকশাল! আধাসেনাকে বড়সড় অ্যাকশনের নির্দেশ দিলেন অমিত শাহ

বাংলা হান্ট ডেস্ক : সন্ত্রাসবাদ দমনে প্রথম থেকেই কঠোর মোদী সরকার বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদেই যখন অমিত শাহ আসেন হয়েছেন ঠিক তার পরে দেশের বিভিন্ন জঙ্গি হামলার বিষয়ে তদন্ত ফাইল ওপেন করেছেন। তবে এবার কাশ্মীরে সক্রিয় জেহাদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভারতের শহরগুলিতে মাওবাদী ও নকশাল সমর্থক বুদ্ধিজীবীদের দমন করতেই আধা সেনাদের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।571057 maoiststrike 050217

শুক্রবার, আধা সেনা কর্তাদের উদ্দেশে আহ্বান নকশালদের বিরুদ্ধে চূড়ান্ত এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করার উপযুক্ত সময় এসে গেছে বলে জানান অমিত। অন্য দিকে এ দিন লোধি রোডের সিজিও কমপ্লেক্সে সিআরপিএফ কর্তাদের সঙ্গে বেশ কয়েক ঘণ্টা বৈঠক করেন অমিত। সেখানে দেশের বিভিন্ন শহরে উগ্র বাম কাজকর্ম খতম এবং মাও সন্ত্রাস উপড়ে ফেলতে পরিকল্পনা মাফিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে আধা সেনা কর্তাদের ছয় মাস সময় সীমার মধ্যে আয়ত্তে আনার নির্দেশ দেন।

উল্লেখ্য, কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে যেভাবে পাকিস্তান উপত্যকায় জেহাদিদের সক্রিয় করার কাজ চালাচ্ছে এবং সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা করছে তা প্রতিরোধ করতে একেবারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বরা। ভারতের বিভিন্ন শহরগুলিকে বারবার হামলার টার্গেট করছে জঙ্গিরা এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় গোয়েন্দারা আর তাই সীমান্তে আধাসেনা কর্তাদের সতর্ক করেছে কেন্দ্রীয় নেতৃত্বরা।


সম্পর্কিত খবর