“ঐক্য সংহতি কে অটুট রাখতে পারে হিন্দি ভাষাই” বললেন অমিত শাহ

 

অমিত সরকারঃ শনিবার দিল্লিতে পালিত হচ্ছে ‘হিন্দি দিবস’। সেই উপলক্ষ্যেই এ দিনের টুইটে অমিত লিখেছেন, ‘‘হিন্দি ভাষাই ভারতের ঐক্যকে ধরে রাখতে পারে। কারণ, বহু ভাষাভাষির এই দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন এই ভাষাতেই।’’

দেশের সব ভাষারই স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য ও তাৎপর্য রয়েছে’, এ কথা স্বীকার করেও বিজেপি সভাপতি এ দিন বলেন, ‘‘ভারতে বহু ভাষা রয়েছে। প্রতিটি ভাষারই নিজস্ব, স্বাতন্ত্র্য ও তাৎপর্য রয়েছে। কিন্তু বিশ্বে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষার খুবই প্রয়োজন। দেশের কোনও ভাষা যদি ভারতের ঐক্য ও সংহতিকে অটুট রাখতে পারে, তবে তা বহুপ্রচলিত হিন্দি ভাষাই।’’

IMG 20190914 WA0043

এক অনুষ্ঠানে নাড্ডা বলেন, ‘‘দেশে হিন্দি ভাষাতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন। এই ভাষাই সবচেয়ে সহজে বোঝা যায়। হিন্দি ভাষাই আমাদের দেশের মানুষকে ঐক্যের বাঁধনে বেঁধে রেখেছে। হয়ে উঠেছে বিশ্বে ভারতের পরিচিতি নির্ধারকও। নিজের জীবনে আরও বেশি করে হিন্দির ব্যবহার করা ও অন্যদের এ ব্যাপারে উৎসাহিত করার জন্য আমি দেশের আপামর মানুষের আর্জি জানাচ্ছি।’’

সম্পর্কিত খবর