বাংলা হান্ট ডেস্ক: ভোটমুখী তেলেঙ্গানায় (Telangana) গিয়ে মুসলিম সংরক্ষণ (Muslim Reservation) নিয়ে অকপট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একটি রোড শো-এ শাহ বলেন, ‘আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি। তার মধ্যে একটি হল পিছিয়ে পড়া শ্রেণি থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) করা হবে। আমরা মুসলিম সংরক্ষণের অবসান ঘটিয়ে এসসি (SC), এসটি (ST) এবং ওবিসিকে (OBC) সংরক্ষণ দেব। আমরা মাদিগা সম্প্রদায়কে সর্বোচ্চ সংরক্ষণেরও প্রতিশ্রুতি দিয়েছি।’
#WATCH | Telangana: Union Home Minister Amit Shah says, “We have made a lot of promises. One of them is that the CM will be made from the backward class. We will end the Muslim reservation & give reservations to SC, ST & OBC. We have also promised vertical reservation to the… pic.twitter.com/QlsBE5CBHZ
— ANI (@ANI) November 24, 2023
এরই পাশাপাশি কেসিআর-কে (KCR) তোপ দেগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান আমাদের কাউকে বিশেষ সুবিধা দেওয়ার অনুমতি দেয় না। যদিও ধর্মীয় সংরক্ষণ দিয়েছেন কেসিআর। এটা সংবিধান বিরোধী ষ। আমরা ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ তুলে দেব। বদলে তফশিলি জাতি ও উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ তৈরি করব।’
আরও পড়ুন: দেশে নতুন মডেলে রাজনৈতিক দল! বড় ঘোষণা পিকে-র, কীভাবে গঠন হবে পার্টি? জানালেন ভোটকুশলী
যদিও এদিন হালাল পণ্যের প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পথে হাঁটেননি অমিত শাহ। তাঁর কথায়, ‘আপনার ভোট (Vote) কেবল একজন বিধায়ক বা একজন সরকার নির্বাচন করবে না। বরং তেলেঙ্গানা এবং দেশের ভবিষ্যৎ গড়ায় সাহায্য করবে। আমার অনুরোধ সমস্ত দলের কাজের খতিয়ান বিবেচনা করে ভোট দিন। আমার ধারণা এটা করলে মোদীর নেতৃত্বে বিজেপিকেই বেছে নেবেন সকলে।’ এরই পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলেন, হালাল পণ্য নিষিদ্ধ করার কথা ভাবছে না কেন্দ্র।
এরই পাশাপাশি ভোটমুখী তেলেঙ্গানায় প্রতিশ্রুতি দেওয়ার বিষয়ে অমিত শাহ বলেছেন, ‘আমরা রাজ্যের দরিদ্র মহিলাদের এক বছরে চারটি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আর যে সমস্ত দুর্নীতি হয়েছে আমরা সেই সমস্ত দুর্নীতির তদন্ত কমিশন গঠন করব এবং দোষীদের শাস্তি দেব।’